উত্তরপ্রদেশ: রসগোল্লা নিয়ে গণ্ডগোল। সেই ঝামেলা গিয়ে পৌঁছয় হাতাহাতিতে। রক্তারক্তি কাণ্ড। ঘটনা এমন জায়গায় গিয়ে পৌঁছল, যে হাসপাতালে ভর্তি ছয় জন। ঘটনাটি ঘটেছে, উত্তরপ্রদেশের একটি বিয়েবাড়িতে। জানা গিয়েছে, অন্তত ছ’জন গুরুতর আহত হয়েছেন। আপাতত সকলেই স্থানীয় হাসপাতালে ভর্তি রয়েছেন।
উত্তরপ্রদেশ (Uttar Pradesh) পুলিশ সূত্রে খবর, রবিবার আগ্রার ব্রিজভান এলাকায় একটি বিয়ের অনুষ্ঠান ছিল। মাঝরাত পর্যন্ত বিয়ের অনুষ্ঠান চলে। তার পর খেতে বসেছিলেন আমন্ত্রিতরা। ভূরিভোজ সেরে শেষপাতে মিষ্টির আশায় বসে ছিলেন। কিন্তু পাতে পড়েনি রসগোল্লা। সেই নিয়েই ঝামেলার সূত্রপাত।
অন্য খবর দেখুন: