মুম্বই: বিমানবন্দরে বোমাতঙ্ক (Bomb Threat) ছড়ানোর অভিযোগ। গ্রেফতার মহিলা যাত্রী (Passenger)। লাগেজের জন্য টাকা চাওয়ায় এয়ারপোর্ট ওড়ানোর হুমকি দেন এক যাত্রী। আর এরপরই আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা বিমানবন্দরে। এলাকা ছেড়ে পালাতে যাত্রীদের মধ্যে রীতিমতো হুড়োহুড়ি পড়ে যায়। কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় বিমানবন্দরের স্বাভাবিক কাজকর্ম। গত সোমবার এই ঘটনা ঘটেছে মুম্বইয়ের ছত্রপতি শিবাজী আন্তর্জাতিক বিমানবন্দরে (Chhatrapati Shivaji Maharaj International Airport)।
বিমানবন্দর সূত্রে খবর, অভিযুক্ত মহিলা যাত্রীর কাছে দুটি ব্যাগ ছিল। নিয়ম মেনেই সেগুলির ওজন করান তিনি। কিন্তু ব্যাগের ওজন নির্ধারিত সীমার বেশি হয়ে যাওয়ার তাঁকে অতিরিক্ত টাকা দিতে বলা হয়। বিমান যাত্রার নিয়ম অনুযায়ী, যাত্রীদের মাথাপিছু ১৫ কেজি পর্যন্ত ওজনের মাল নিখরচায় উড়ানে নিয়ে যাওয়ার অনুমতি রয়েছে। কিন্তু ওজন তার থেকে বেশি হলে অতিরিক্ত চার্জ নেয় কর্তৃপক্ষ, যা দিতে হয় যাত্রীকেই। কিন্তু অতিরিক্ত ওজনের জন্য মহিলা যাত্রীর কাছে টাকা চাইতেই বিমানবন্দরের কর্মীর সঙ্গে তাঁর বচসা শুরু হয়। কর্মীদের সঙ্গে অভব্য আচরণও করেন তিনি। আচমকাই চিৎকার করে ওঠেন ওই মহিলা যাত্রী। ব্যাগে বোমা রয়েছে বলে বিমানবন্দরের কর্মীদের শাসাতে শুরু করেন তিনি।
আরও পড়ুন:Fake Apps | হুবহু চেনা অ্যাপের মতোই দেখতে, কীভাবে বুঝবেন তা আসল না ভুয়ো?
এই অবস্থায় কোনও ঝুঁকি না নিয়ে বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ-কে খবর দেওয়া হয়। খবর পেয়ে আধা সেনার অফিসার ও জওয়ানরা সেখানে ছুটে আসেন। মহিলা যাত্রীর ব্যাগ পরীক্ষা করেন তাঁরা। ব্যাগে অবশ্য সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। এর পর অভিযুক্ত মহিলাকে স্থানীয় পুলিশের হাতে তুলে দেয় সিআইএসএফ। তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৩৬ (জনগণকে বিপদের মধ্যে ফেলা) ও ৫০৫ (২) অর্থাৎ মিথ্যে তথ্য ছড়িয়ে সমাজে আতঙ্ক তৈরির মতো একাধিক ধারায় মামলা রুজু করেছেন তদন্তকারীরা।