কলকাতা:গত ২৩ অগাস্ট চাঁদের দক্ষিণ মেরুতে সফল ভাবে অবতরণ করেছে ল্যান্ডার বিক্রম। ল্যান্ডারের কোল থেকে নেমে চাঁদের মাটিতে নেমেছে রোভার প্রজ্ঞান। এখন চাঁদের পৃষ্ঠ থেকে নমুনা সংগ্রহের কাজ চালিয়ে যাচ্ছে প্রজ্ঞান। এর সাফল্যের কৃতিত্ব ইসরোর (ISRO)। দেশের বিভিন্ন প্রান্তে বিজ্ঞানীরা এই কর্মযজ্ঞের যুক্ত ছিলেন। এই সাফল্যের পর তাঁদের সাক্ষাৎকারও নেওয়া হয়েছে। এরই মাঝে এবার খোঁজ মিলল ভুয়ো বিজ্ঞানীর (Fake Scientist)। যে নিজেকে চন্দ্রযান-৩ মিশনের সঙ্গে যুক্ত বলে দাবি করেছেন। মিতুল ত্রিবেদী নামে ওই ব্যক্তি গুরাতের বাসিন্দা। একাধিক সংবাদমাধ্যমে সাক্ষাৎকারও দিয়েছেন। অভিযোগের ভিত্তিতে মিতুলকে গ্রেফতার করে সুরাত পুলিশ।
মিতুল ত্রিবেদীর দাবি, বিক্রম ল্যান্ডারের প্রাথমিক নকশা তার হাতেই তৈরি । ইসরোর নিয়োগপত্রও প্রমাণ হিসাবে দেখান। গত ২৪ অগস্ট বিক্রম ল্যান্ডারের সফল অবতরণের পরেই তিনি একাধিক সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে ইসরোর বিজ্ঞানী বলে দাবি করেন। এই বিষয়টি গুজরাত পুলিশের নজরে আসে। তদন্তে নেমে পুলিশ জানতে পারে ভুয়ো নিয়োগপত্র তৈরি করেছেন মিতুল। তাঁর বিরুদ্ধে সুরাতের অপরাধ দমন শাখা জালিয়াতির অভিযোগ দায়ের করে। এই অভিযোগের তাঁকে গ্রেফতার করে পুলিশ।
আরও পড়ুন: বৃত্তি প্রকল্পে প্রতারণা, জাল বিস্তৃত করছে সিবিআই
পুলিশ সূত্রের খবর, তিনি ইসরোর বিজ্ঞানী হওয়ার মিথ্যা দাবি করেছিলেন। তিনি যে নিয়োগপত্র দেখিয়েছিলেন সেটিও ভুয়ো ছিল। ওই ব্যক্তি নিজেকে ইসরোর পরবর্তী প্রকল্প ’মার্কুরি ফোর্স ইন স্পেস’–র গবেষণা দলের সদস্য হিসাবেও দাবি করেছিলেন। পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তি এভাবে নিজেকে ইসরোর বিজ্ঞানী দাবি করে সংস্থা সম্পর্কে মিথ্যা প্রচার করেছেন। সংস্থার সুনাম কলঙ্কিত করার চেষ্টা করেছেনসেই অভিযোগে তাঁকে গ্রেসফতার করা হয়েছে।