কলকাতা: মাসদুয়েক আগেকার কথা। হিন্দু দেব-দেবীদের অপমান করা হয়েছে, এই অভিযোগ তুলে গুজরাতের আহমেদাবাদে প্রাচীন ভারতীয় দার্শনিক মালঙ্গ বাৎস্যায়নের কালজয়ী গ্রন্থ ‘কামসূত্র’ পুড়িয়ে দিয়েছিল বজরং দলের সদস্যরা। এ বার গেরুয়া শিবিরের কোপের মুখে ভারতীয় পোশাকের ব্র্যান্ড ফ্যাব ইন্ডিয়া। বিজেপি নেতাদের প্রবল চাপে একটি প্রোমোর ভিডিও তুলে নিতে বাধ্য হয়েছে ফ্যাব ইন্ডিয়া।
ব্যাপারটা একটু খোলসা করা যাক। সম্প্রতি টুইটারে ফ্যাব ইন্ডিয়া ‘জশন-ই-রিওয়াজ’ নামে একটি কালেকশন প্রকাশ করে। ওই পোস্টে লেখা হয়েছিল, আমরা যখন আলো ও প্রেমের উৎসবকে স্বাগত জানাচ্ছি, তখন ফ্যাব ইন্ডিয়া নিয়ে এসেছে ‘জশন-ই-রিওয়াজ’ নামে একটি কালেকশন, যা ভারতীয় সংস্কৃতিকেই শ্রদ্ধা জানায়। এই পোস্ট ভাইরাল হতেই নেটদুনিয়ায় শোরগোল পড়ে যায়।
আরও পড়ুন: হিন্দু দেবতার অপমান! এই অজুহাতে বাৎস্যায়নের কামসূত্র পোড়াল বজরং দল
টুইটারে ফ্যাব ইন্ডিয়াকে আক্রমণ করেন গেরুয়া শিবিরের তাবড় নেতারা। সাধারণ মানুষের একাংশও তাতে সুর মেলান। অভিযোগ তোলা হয়, দীপাবলীকে বোঝাতে ‘জশন-ই-রিওয়াজ’ নামে উর্দু শব্দ ব্যবহার করে হিন্দু উৎসবকে বদনাম করা হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় #BoycottFabIndia ট্রেন্ড করতে শুরু করে। চাপে পড়ে কার্যত মাথা নোয়াতে বাধ্য হয় ফ্যাব ইন্ডিয়া।
এই টুইটটিই সরিয়ে দেওয়া হয়েছে
শেষ পর্যন্ত টুইটটি মুছে দেয় সংস্থা। ফ্যাব ইন্ডিয়ার তরফে দাবি করা হয়, ‘জশন-ই-রিওয়াজ’ তাদের দেওয়ালি কালেকশন নয়। ভারতে ঐতিহ্য উদযাপনের জন্য এই কালেশনটি আনা হয়েছে। ‘জশন-ই-রিওয়াজ’ শব্দের আক্ষরিক অর্থ থেকে তা সহজেই বোঝা যাচ্ছে। সংস্থার দেওয়ালি কালেকশন ‘ঝিলমিল সে দেওয়ালি’ শীঘ্রই প্রকাশ্যে আনা হবে বলে জানান ফ্যাব ইন্ডিয়ার মুখপাত্র।
আরও পড়ুন: সীমান্ত পাহারায় আরও বেশি ক্ষমতা বিএসএফের হাতে, বাংলা-পঞ্জাবকে নিয়ন্ত্রণের চেষ্টা?
বিজেপির যুব মোর্চার সভাপতি তেজস্বী সূর্য, দলের সর্বভারতীয় নেতা সিটি রবি টুইটারে একযোগে আক্রমণ শানান ফ্যাব ইন্ডিয়াকে। তেজস্বী লেখেন, দীপাবলী ‘জশন-ই-রিওয়াজ’ নয়। হিন্দু উৎসবকে ইচ্ছাকৃতভাবে বদনাম করা ও অহিন্দু পোশাকে মডেলদের সাজানোর নিন্দা করতেই হবে। সিটি রবি লেখেন, ফ্যাব ইন্ডিয়া এতোই ধর্মনিরপেক্ষ! তারা নিজেদের রাস্তা দেখুক। আমরা অন্য আউটলেট খুঁজে নেব।
Deepavali is not Jash-e-Riwaaz.
This deliberate attempt of abrahamisation of Hindu festivals, depicting models without traditional Hindu attires, must be called out.
And brands like @FabindiaNews must face economic costs for such deliberate misadventures. https://t.co/uCmEBpGqsc
— Tejasvi Surya (@Tejasvi_Surya) October 18, 2021
If @FabindiaNews is so Secular, let it serve them.
We will find a different Outlet !
— C T Ravi 🇮🇳 ಸಿ ಟಿ ರವಿ (@CTRavi_BJP) October 18, 2021
Jashn-E-Bewakoofi !#BoycottFabIndia
— Swara Bhasker (@ReallySwara) October 19, 2021