ওয়েবডেস্ক- তামিলনাড়ুতে (Tamilnadu) বাজি কারখানায় বিস্ফোরণ (Firecracker Factory Explosion) , মৃত্যু হয়েছে এক ব্যক্তির। জখম হয়েছে আরও পাঁচজন। রবিবার সকালে এই বিস্ফোরণের ঘটনা ঘটে তামিলনাড়ুর বিরুদ্ধনগর (Virudhunagar) জেলায় সাত্তুরের কাছে একটি গ্রামে। কী কারণে এই দুর্ঘটনা, তা এখনও জানা যায়নি।
তবে প্রাথমিক ভাবে জানা গেছে, ওই কারখানায় ৫০টি কক্ষ ছিল। রবিবার সকালে শ্রমিকরা কাজ করছিলেন। সেই সময় হঠাৎ সময় হঠাৎ বিস্ফোরণ। দ্রুত ওই ১০ টি ঘরে আগুন ধরে যায়। ঘটনা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় উদ্ধারকারী টিম সহ দমকল বাহিনী। তবে, কারখানায় প্রবেশের আগে তারা প্রায় এক ঘন্টা ধরে আগুন নেভানোর চেষ্টা করে। স্থানীয়রাও এই কাজে সহযোগিতা করে। আহতদের উদ্ধার করে শিবকাশী সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
পুলিশ এবং রাজস্ব বিভাগের কর্মীরাও ঘটনাস্থলে পৌঁছে জেসিবি মেশিন ব্যবহার করে উদ্ধার অভিযানে সহায়তা করেন। ঘটনার পর কারখানার সঙ্গে যুক্ত লোগানাথনকে গ্রেফতার করা হয়। কারখানার মালিক বর্তমানে নিখোঁজ , পুলিশ তাকে খুঁজে বের করার জন্য তল্লাশি শুরু করেছে। বিস্ফোরণের কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।
আরও পড়ুন- ২৪ বছর পর গ্রেফতার ‘ক্যাব কিলার’ অজয় লাম্বা
বাজি কারখানায় বিস্ফোরণে ঘটনাস্থলেই এক জনের মৃত্যু হয়। জখমদের মধ্যে ঝাড়খণ্ডের বাসিন্দা দুই তরুণও রয়েছে। কয়েক দিন আগেই বিরুদ্ধনগরের শিবকাশীর কাছে চিন্নাকামানপট্টিতে একটি বাজি কারখানায় বিস্ফোরণে অন্তত চার জনের মৃত্যু হয়। ওই দিনের ঘটনার পর ফের আজকে বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটল। গত বছরেও শিবকাশীতে একটি বিস্ফোরণ ঘটনায় ১০ জনের মৃত্যু হয়েছিল।
দেখুন আরও খবর-