ওয়েব ডেস্ক: আজ রামনবমী (Ramnavami 2025)। ধুমধাম করে পালিত হবে রামলালার জন্মদিন। সাজো সাজো রব অযোধ্যায়। লক্ষাধিক ভক্তের সমাগমে সরগরম সরযূ পাড়। সেজে উঠেছে পথঘাটও। শহরের প্রধান মন্দির এবং রাস্তাগুলি সেজে উঠেছে আলোয় আর ফুলে।
এদিন পুজোর শুভ মুহূর্ত বেলা ১১টা ০৮ থেকে দুপুর ১টা ৩৯। রামনবমী উপলক্ষে এদিন ১৮ ঘণ্টা ধরে ভক্তরা রামলালার মূর্তি দর্শন করতে পারবেন। সম্ভবত, ২০ লক্ষ ভক্তের সমাগম হওয়ার সম্ভবনা দেখছে মন্দির ট্রাস্ট।
আরও পড়ুন: এবারে বিমানে চুরি! শিশুর গলার সোনা চেন উধাও, অভিযুক্ত ক্রু সদস্য
এবছর রামনবমীর নয়া আকর্ষণ ড্রোন দিয়ে জলকেলি। ভক্তদের উপর সরযূর জল ছেটানোর জন্য ড্রোন ব্যবহার করা হবে। অযোধ্যার জেলা ম্যাজিস্ট্রেট চন্দ্র বিজয় সিং শুক্রবার এক বিবৃতিতে বলেন, “রাম নবমীতে যে ভক্তরা আসছেন, তাঁদের উপর সরযূ নদীর পবিত্র জল ছেটানো হবে। এর জন্য ড্রোন ব্যবহার করা হবে। মা সরযূর প্রতি ভক্তদের গভীর বিশ্বাসের কথা মাথায় রেখে এই আয়োজন করা হয়েছে। এটি প্রযুক্তি এবং ঐতিহ্যের এক অনন্য সঙ্গম।” এদিন সন্ধ্যেবেলা প্রায় দুই লক্ষেরও বেশি প্রদীপ জ্বালানো হবে সরযূর তীরে।
দেখুন আরও খবর: