ম্যাঙ্গালুরু: প্রয়াত হলেন প্রবীণ কংগ্রেস নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অস্কার ফার্নান্ডেজ। সোমবার বিকেলে ম্যাঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০।
এই প্রবীণ কংগ্রেস নেতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী তাঁর আত্মার শান্তি কামনা করে বলেন “প্রবীণ কংগ্রেস নেতা এবং রাজ্যসভার সদস্য অস্কার ফার্নান্ডেজ মহাশয় এর মৃত্যুতে শোকাহত। তাঁর পরিবার পরিজনদের প্রতি আমার সমবেদনা রইল।”
শোক প্রকাশ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীও। অস্কার ফার্নান্ডেজ এর মৃত্যু শুধু তার কাছেই নয় কংগ্রেসের কাছে বড় ক্ষতি হয়ে গেল বলে জানিয়েছেন রাহুল। কংগ্রেসে তাঁর অবদান চিরস্মরণীয় থাকবে বলেও জানান তিনি।
প্রাক্তন কংগ্রেস নেতা অস্কার ফার্নান্ডেজের প্রয়াণে শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন টুইটারে প্রাক্তন মন্ত্রীর পরিবার-পরিজনের উদ্দেশ্যে সমবেদনা জানান তিনি।
আরও পড়ুন: দেশে ৭৫ কোটির বেশি ভ্যাকসিনেশন সম্পূর্ণ, নয়া মাইলস্টোন ভারতের!
Deeply saddened by the demise of Shri Oscar Fernandes ji.
He will be remembered for his dedication and wisdom. My heartfelt condolences to his family, friends and loved ones.
— Mamata Banerjee (@MamataOfficial) September 13, 2021
প্রবীণ কংগ্রেস নেতার পরিবার সূত্রে খবর, গত জুলাইতে শারীরিক কসরত করার সময় অসুস্থ হয়ে পড়েন তিনি। তারপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। প্রাক্তন ওই নেতার শরীরে বেশ কিছু চোট লাগে বলে হাসপাতালের তরফে জানানো হয়। তারপরেই তাঁর অস্ত্রোপচার করেন চিকিৎসকেরা। চিরকাল দলের অনুগত সৈনিক হিসেবে পরিচিত ছিলেন অস্কার ফার্নান্ডেজ।
দীর্ঘ ৫০ বছরের বেশি রাজনৈতিক জীবনে কর্ণাটকের উদুপি লোকসভা কেন্দ্র থেকে দাঁড়িয়ে ছিলেন তিনি। ১৯৮০ সালে প্রথম লোকসভায় প্রার্থী হন উদুপি কেন্দ্র থেকে। ১৯৮৪, ১৯৮৯, ১৯৯১, ১৯৯৬ সাল পর্যন্ত তিনি ওই আসনে জয়ী হন। ১৯৯৮ সালে রাজ্যসভার সাংসদ হিসেবে নির্বাচিত হন তিনি।
কংগ্রেস নেতাদের সঙ্গে দলীয় বৈঠকে অস্কার ফার্ণান্ডেজ
২০০৬ থেকেই ২০০৯ সাল পর্যন্ত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের অধীনে কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের দায়িত্বে সামলান তিনি। এছাড়াও কেন্দ্রের এন আর আই বিষয়ক মন্ত্রক ও পরিসংখ্যান ও প্রকল্প বাস্তবায়ন বিষয়ক দফতরেও কাজ করেছিলেন এই প্রবীণ রাজনীতিবিদ।
আরও পড়ুন: হলফনামায় নারাজ কেন্দ্র, পেগাসাস মামলায় ২-৩ দিনের মধ্যে অন্তর্বর্তীকালীন রায় সুপ্রিমকোর্টের
সরকারি কর্মকাণ্ডের পাশাপাশি হাজার ১৯৯৬ সালের কংগ্রেসের জেনারেল সেক্রেটারি হিসেবেও দায়িত্ব সামলেছিলেন অস্কার ফার্নান্ডেজ। মৃত্যুকালে রেখে গেলেন স্ত্রী এবং দুই সন্তানকে। এই প্রবীণ নেতার প্রয়াণে শোকস্তব্ধ দেশের রাজনৈতিক মহল।