লখনউ: উত্তরপ্রদেশের আসন্ন বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বিরুদ্ধে প্রার্থী হবেন প্রাক্তন পুলিশ অফিসার৷ যিনি কয়েক বছর আগে পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন৷ তিনি উত্তরপ্রদেশ ক্যাডারের আইপিএস অফিসার অমিতাভ ঠাকুর৷ তাঁর স্ত্রী নূতন বলেছেন, আসন্ন বিধানসভা নির্বাচনে তাঁর আদর্শ রক্ষার জন্য ভোটে লড়বেন৷
আরও পড়ুন-বৌভাতের প্যান্ডেলে রক্তদান শিবির
অমিতাভের স্ত্রীর অভিযোগ, আদিত্যনাথ মুখ্যমন্ত্রী থাকাকালীন অনেক অগণতান্ত্রিক, অনৈতিক, দমনকারী, হয়রানি এবং বৈষম্যমূলক পদক্ষেপ নিয়েছিলেন।” তাই, অমিতাভ আদিত্যনাথের বিরুদ্ধে যে কোনও জায়গা থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।” অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই লড়াই করবে অমিতাভ৷
আরও পড়ুন- বাংলা জুড়ে ‘শহিদ যাত্রা’ করবে কেন্দ্রীয় মন্ত্রীরা
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের গৃহীত সিদ্ধান্তে অমিতাভ “জনস্বার্থে” ২৩ শে মার্চ বাধ্যতামূলক অবসর নিয়েছিলেন৷ অথচ, তাঁর চাকরী জীবন ২০২৮ সালে শেষ হওয়ার কথা ছিল৷ ২০১৫ সালে ১৩ জুলাই তাঁক বরখাস্ত করা হয়৷ এরপর তিনি ২০১৭ সালে অমিতাঙ কেন্দ্রের কাছে তাঁর ক্যাডার পরিবর্তনের আবেদন জানিয়েছিলেন৷ কিন্তু, তা কার্যকর হয়নি৷ এই ঘটনায় তদন্ত কমিটিও বসানো হয়েছিল৷ সেই কমিটিও তাঁর বরখাস্তের আদেশ স্থগিতাদেশ দেয়নি৷