শ্রীনগর: রাজনীতিতে যোগ দেবেন বলে আমলার চাকরি ছেড়েছিলেন৷ গত বছর সেই রাজনীতিকে বিদায় জানিয়ে আবার প্রশাসনেই ফিরতে চলেছেন শাহ ফয়জল৷ জম্মু ও কাশ্মীরের প্রথম সফল আইএএস অফিসারকে উপরাজ্যপাল মনোজ সিনহার উপদেষ্টা পদে নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন৷ নতুন পদে যোগ দেওয়ার পর শাহ ফয়জল কাশ্মীর এবং প্রশাসন সংক্রান্ত নানা বিষয়ে উপরাজ্যপালকে পরামর্শ দেবেন৷
আরও পড়ুন: উৎসবের পর সংক্রমণের ধাক্কা? দুর্গাপুজো, নবরাত্রি, ছট পালনে কী কী নির্দেশ দিল কেন্দ্র
২০০৯ সালের আইএএস পরীক্ষায় দেশের মধ্যে প্রথম হয়েছিলেন শাহ ফয়জল৷ প্রথম কাশ্মীরি হিসেবে তিনিই প্রথম এই কৃতিত্ব অর্জন করেছিলেন৷ কাশ্মীরি যুবকদের কাছে তিনি ছিলেন আইকন৷ কিন্তু ১০ বছর প্রশাসনের সঙ্গে যুক্ত থাকার পর ২০১৯ সালে তিনি চাকরি ছাড়ার কথা ঘোষণা করেন৷ আইএএসের চাকরি ছেড়ে রাজনীতিতে নামেন৷
কিন্তু রাজনীতিতে তেমন দাগ কাটার সুযোগ পাননি৷ তার উপর ৩৭০ ধারা প্রত্যাহারের পর পাবলিক সেফটি অ্যাক্টের আওতায় তাঁকে দীর্ঘদিন গৃহবন্দি করে রাখা হয়৷ কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে দেওয়ার ঘোর বিরোধী ছিলেন৷ তার পর বেশিদিন আর রাজনীতিতে টিকতে পারেননি৷ গত বছর রাজনীতি থেকে সন্ন্যাস নেন৷ তার পর থেকেই জল্পনা ছড়ায় তিনি আবার আইএএসে কাজে যোগ দিতে পারেন৷ কেননা তখনও শাহ ফয়জলের ইস্তফা গৃহীত হয়নি৷
আরও পড়ুন: কয়লার জোগান না বাড়লে বোধনেই অন্ধকারে ডুববে দিল্লি
আশা জাগিয়েও কাশ্মীরের রাজনীতিতে তেমন কামাল দেখাতে পারেননি ৩৭ বছর বয়সী শাহ ফয়জল৷ কিন্তু উপত্যকার মানুষের সঙ্গে তাঁর নিবিড় যোগাযোগ রয়েছে৷ রাজনীতিতে আসার পর সেই যোগাযোগ আরও বাড়ে৷ কাশ্মীরের যুবকদের কাছে তাঁকে আবার রোল মডেল হিসেবে তুলে ধরার সুযোগ রয়েছে কেন্দ্রের৷ বিপথগামী যুবকদের সমাজের মূলস্রোতে ফেরাতে শাহ ফয়জলও সরকারকে সাহায্য করতে পারেন বলে মত অনেকের৷