কলকাতা টিভি ওয়েব ডেস্ক : উত্তরপ্রদেশের বস্তি জেলায় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের অনুষ্ঠানে নিরাপত্তা ব্যাবস্থায় বড়সড় ত্রুটি। বন্দুকসহ ধৃত এক। এই ঘটনা সামনে আসার পর বৃহস্পতিবার সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে চার পুলিশকর্মীকে।
বস্তির এসপি (SP) আশিস শ্রীবাস্তব জানিয়েছেন, ওই জেলার এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের আসার কথা ছিল। মুখ্যমন্ত্রীর ওই অনুষ্ঠানে পৌঁছনোর ৪৫ মিনিট আগে সার্কেল অফিসাররা সেখানে একজনকে সনাক্ত করেন। যার কাছে একটি লাইসেন্সধারী রিভলবার পাওয়া যায়।
এরপর প্রশ্ন ওঠে ওই ভিআইপি ইভেন্টের অডিটোরিয়ামে একজন লোক কীভাবে রিভলবার নিয়ে পৌঁছলেন? যদিও ওই অনুষ্ঠানের কর্তব্যরত সার্কেল অফিসাররা সঙ্গে সঙ্গে লোকটিকে অডিটোরিয়াম থেকে বের করে নিয়ে আসেন। ইতিমধ্যেই তাঁর পরিচয় নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আরও পড়ুন – শুক্রবার সকাল ১০টা নাগাদ জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
এমন গুরুত্বপূর্ণ ইভেন্টে কীভাবে নিরাপত্তায় এমন ত্রুটি হল তার তদন্ত শুরু হয়েছে। ইতিমধ্যেই প্রাথমিক তদন্তে, বস্তি জেলার পোস্টিংয়ে থাকা সাতজন পুলিশ কর্মীকে চিহ্নিত করা হয়েছে। তাঁদের মধ্যে দুজনকে সিদ্ধার্থনগরে এবং অন্যজনকে সন্ত কবির নগরে পাঠিয়ে দেওয়া হয়েছে।
বস্তি জেলায় নিযুক্ত বাকি চার পুলিশ সদস্যকে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে। বাকি তিন পুলিশ সদস্যের বিষয়ে সংশ্লিষ্ট এসপিদের কাছে রিপোর্ট পাঠানো হয়েছে। তাঁদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।