কলকাতা: দেবেন্দ্র ফড়নবিশ (Devendra Fadnavis) নাকি একনাথ শিন্ডে (Eknath Shinde), মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে ধন্দ কাটেনি। বিজেপির ফড়নবিশের পাল্লা ভারী হলেও শিবসেনার শিন্ডে নিজের দাবিতে অটল। শোনা যাচ্ছে, এবার নমনীয় হয়েছেন তিনি, বুঝেছেন মুখ্যমন্ত্রিত্ব তিনি পাবেন না। তবে একেবারেই খালি হাতে ফিরবেন না শিন্ডে, মুখ্যমন্ত্রিত্বের বিনিময়ে গুরুত্বপূর্ণ কিছু দফতর হাতে রাখতে চাইছেন তিনি। এ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) সঙ্গে কথা বলেছেন বলে খবর।
বৃহস্পতিবার অমিত শাহের সঙ্গে বৈঠকে বসেছিলেন ফড়নবিশ, শিন্ডে এবং এনসিপি নেতা অজিত পওয়ার (Ajit Pawar)। সূত্রের খবর, সেই বৈঠকে শিন্ডে বলেছেন, মুখ্যমন্ত্রিত্ব না পেলে স্বরাষ্ট্র, অর্থ এবং রাজস্ব দফতর চেয়েছেন যাতে রাজ্যে দুই দলের শক্তির মধ্যে ভারসাম্য থাকে। শিবসেনা নেতা এও বলেছেন, এই দফতরগুলো পেলে তবেই উপমুখ্যমন্ত্রীর কে হবেন তা সিদ্ধান্ত নেবেন তিনি।
আরও পড়ুন: জঙ্গি যোগের অভিযোগে বরখাস্ত জম্মু-কাশ্মীরের ২ সরকারি কর্মী
সূত্র বলছে, শিন্ডে একপ্রকার হুঁশিয়ারি দিয়েছেন যে এই তিন দফতর না দেওয়া হলে তাঁর দল সরকারে থাকবে না। তার বদলে বিধানসভা এবং লোকসভায় বিজেপিকে বাইরে থেকে সমর্থন দেবে। তবে মহাযুতি জোট থেকে শিবসেনা বেরিয়ে গেলে মহারাষ্ট্রে বিজেপি প্রবলভাবে চাপে পড়বে। তার উপর তারা যদি উদ্ধব ঠাকরের শিবসেনার সঙ্গে মিলে যায় তাহলে গেরুয়া শিবিরের মহাবিপদ।
প্রসঙ্গত, শুক্রবারও মহাযুতি জোটের তিন শীর্ষ নেতার মুম্বইয়ে বৈঠকে বসার কথা ছিল। মন্ত্রিত্ব নিয়ে জট ছাড়াতে আলোচনা হওয়ার কথা ছিল। কিন্তু একনাথ শিন্ডে বৈঠক বাতিল করে সাতারায় তাঁর গ্রামের বাড়িতে চলে যান। এতে রাজনৈতিক মহলে আরও জল্পনা শুরু হয়েছে কারণ যতবারই তিনি গ্রামের বাড়ি গিয়েছেন, ফিরে এসে কোনও বড় ঘোষণা করেছেন।
দেখুন খবর:
The post এই তিন মন্ত্রক না পেলে সরকারে থাকবেন না শিন্ডে! first appeared on KolkataTV.
The post এই তিন মন্ত্রক না পেলে সরকারে থাকবেন না শিন্ডে! appeared first on KolkataTV.