ওয়েবডেস্ক: নরেন্দ্র মোদির (Narendra Modi) সরকারের আমলে বারবার সংবাদমাধ্যমের (Media) উপরে কোপ নেমে এসেছে। একাধিক সংবাদমাধ্যম প্রতিষ্ঠানের কর্ণধারকে গ্রেফতার করা হয়েছে। সাংবাদিকদের জেলের কুঠুরিতে রাখা হয়েছে। এবার মোদির নিজের রাজ্য গুজরাতের বহুল প্রচারিত গুজরাট সমাচার (Gujarat Samachar) সংবাদপত্রের অন্যতম কর্ণধার বাহুবলী শাহকে (Bahubali Shah) গ্রেফতার করা হল। আর্থিক দুর্নীতির অভিযোগে ইডি (ED) বৃহস্পতিবার রাতে গ্রেফতার করেছে তাঁকে। তবে ওই ধৃতের পরিবারের বক্তব্য, সরকারের সমালোচনা করার জন্যই রোষানলে পড়তে হয়েছে। ১৯৩২ সাল থেকে প্রকাশিত হয়ে আসছে ওই সংবাদত্র।
এই বিষয়ে ওই সংবাদপত্রের অন্যতম কর্ণধার শ্রেয়াংশ শাহ বলেন, শুক্রবার বাহুবলী শাহকে একটি পুরনো মামলায় গ্রেফতার করা হয়েছে। আমাদেরকে টার্গেট করা হয়েছে। গুজরাত কংগ্রেসের প্রেসিডেন্ট শক্তিসিং গোহিলের বক্তব্য, আয়কর দফতরের অভিযানের পর এবার ইডি বাহুবলী শাহকে গ্রেফতার করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে কাগজের সমালোচনার জন্যই গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর বাহুবলী শাহ অসুস্থ হয়ে পড়েন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: এবার উইং কম্যান্ডার ব্যোমিকাকে নিয়ে বিতর্কিত মন্তব্য সাংসদের
আমআদমি পার্টির গুজরাতের প্রেসিডেন্ট ইসুধান গাদ্ভী বলেন, সংবাদপত্রকে সাহসী সাংবাদিকতা করতে এটা বাধা দেওয়া। জরুরি অবস্থার সময়েও গুজরাট সমাচারের অফিস পুড়িয়ে দেওয়া হয়েছিল। তবু সাংবাদিকতাকে থামানো যায়নি।
দেখুন অন্য খবর: