নয়াদিল্লি: উত্তরপ্রদেশ , পঞ্জাব-সহ পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের ((Election Dates for Uttar Pradesh announced) দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন৷ শুক্রবার সাংবাদিক সম্মেলনে মুখ্য নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র (Chief Election Commissioner Sushil Chandra) জানান, পাঁচ রাজ্যে সাত দফায় ভোট সম্পন্ন হবে৷ ৪০৩ আসনবিশিষ্ট উত্তরপ্রদেশেই সবথেকে বেশি ৭ দফাতে ভোট হবে৷ মণিপুরে ভোট হবে দু’দফায়৷ বাকি রাজ্যে এক দফাতেই ভোট৷
প্রথম দফার ভোট হবে ১০ ফেব্রুয়ারি৷ ওই দিন কেবল উত্তরপ্রদেশে ভোট৷ দ্বিতীয় দফায় ভোট হবে ১৪ ফেব্রুয়ারি৷ ওই দিন উত্তরপ্রদেশের সঙ্গে পঞ্জাব, উত্তরাখণ্ড এবং গোয়াতেও ভোট হবে৷ ২০ ফেব্রুয়ারি তৃতীয় দফা এবং ২৩ ফেব্রুয়ারি চতুর্থ দফার ভোট হবে উত্তরপ্রদেশে৷ ২৭ ফেব্রুয়ারি এবং ৩ মার্চ মণিপুর এবং উত্তরপ্রদেশে ভোট৷ ৭ মার্চ সপ্তম দফার ভোট উত্তরপ্রদেশে৷ ১০ মার্চ পাঁচ রাজ্যের ভোটের ফল ঘোষণা৷
কোভিডের তৃতীয় ঢেউ যখন মাথাচাড়া দিচ্ছে তখন নির্বাচনী প্রচারে একগুচ্ছ বিধি কমিশন বেঁধে দিয়েছে৷ জানিয়েছে, সর্বাধিক পাঁচ জনকে নিয়ে বাড়ি বাড়ি প্রচার করা যাবে৷ তবে ১৫ জানুয়ারি পর্যন্ত কোনও বাইক, সাইকেল মিছিল, মিটিং, পদযাত্রা করা যাবে না৷ ১৫ জানুয়ারির পর পরিস্থিতি বুঝে প্রচারের অনুমতি দেওয়া হবে৷ তবে কমিশন বারবার রাজনৈতিক দলগুলিকে ভার্চুয়াল প্রচারে জোর দিতে বলেছে৷ জানিয়েছে, প্রার্থীরা অনলাইনে মনোনয়ন পত্র জমা দিতে পারবে৷ তবে প্রত্যেক দলকে তাদের প্রার্থী সম্পর্কে তথ্য দলীয় ওয়েবসাইটে দিতে হবে৷ কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা আছে কিনা তা-ও জানাতে হবে৷
পাঁচ রাজ্যের মোট ৬৯০টি বিধানসভা কেন্দ্রে ভোট হবে৷ ভোট দেবেন ১৮.৩৪ কোটি মানুষ৷ সমস্ত ভোট প্রক্রিয়া কোভিড বিধি মেনে হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন৷ সুশীল চন্দ্র জানিয়েছেন, কোভিড পরিস্থিতিতে ভোট করাটা চ্যালেঞ্জ৷ কোভিড বিধি মেনে কী করে ভোট করা যায় তার প্রস্তুতি ছ’মাস ধরে চলছে৷
কোভিড পরিস্থিতিতে ভোট কেন্দ্রের সংখ্যা বাড়ানো হচ্ছে৷ ২০১৭ সালে এই পাঁচ রাজ্যে যে বুথ সংখ্যা ছিল তার চেয়ে ১৬ শতাংশ বৃদ্ধি করা হয়েছে৷ বুথ পিছু ভোটার সংখ্যা বেঁধে দিয়েছে কমিশন৷ জানিয়েছে, প্রতি বুথে ভোটার সংখ্যা হবে ১২৫০৷