নয়াদিল্লি: আচমকা বাতিল হয়ে গেল নির্বাচন কমিশনের বৈঠক। আগামী উপনির্বাচন নিয়ে শুক্রবার বিকেলের পরে বিশেষ বৈঠক ডাকা হয়েছিল। সন্ধ্যা সাতটায় ওই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও পরে তা বাতিল হয়ে যায়।
সপ্তাহ খানেক আগে দেশের বিভিন্ন রাজ্যে উপনির্বাচন করার বিষয়ে রাজনৈতিক দলগুলির থেকে মতামত চেয়েছিল নির্বাচন কমিশন। করোনা পরিস্থিতিতে কোন পথে ভোটের আয়োজন করা হবে সেটাই ছিল আলোচ্য বিষয়। বিভিন্ন রাজনৈতিক দল এবং প্রশাসনিক আধিকারিকদের থেকে পাওয়া রিপোর্ট পর্যালোচনা করার কথা ছিল।
উপনির্বাচন নিয়ে বিভিন্ন দল যে সব মতামত জানিয়েছে, বৈঠকে তা নিয়ে আলোচনা হতে পারে। দেশের বেশ কয়েকটি রাজ্যে উপনির্বাচন বাকি রয়েছে। ইতিমধ্যেই সংশ্লিষ্ট রাজ্যগুলির কাছ থেকে রিপোর্ট সংগ্রহ ছাড়াও মুখ্যসচিবদের সঙ্গে আলোচনা করেছে কমিশন। পুরো বিষয়টি আজ পর্যালোচনা করতে পারে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ।
আরও পড়ুন- গাড়িতে আর লাগানো যাবেনা তীব্র আলো, কড়া নিষেধাজ্ঞা নগরপালের
রাজ্যের বকেয়া সাত বিধানসভার মধ্যে ভবানীপুর কেন্দ্রের দিকে তাকিয়ে রাজনৈতিক মহল। কারণ, এই কেন্দ্রের তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় ইতিমধ্যে ইস্তফা দিয়েছেন৷ মনে করা হচ্ছে, এই কেন্দ্র থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপনির্বাচনের প্রার্থী হবেন।
বাকি ৬ বিধানসভা খড়দহ, জঙ্গিপুর, সামশেরগঞ্জ, শান্তিপুর, দিনহাটা, গোসাবা উপনির্বাচন হবে। ভোটের ফলাফল প্রকাশের আগেই করোনা আক্রান্ত হয়ে মারা যান খড়দহের বিধায়ক কাজল সিনহা। সূত্রের খবর, খড়দহে কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় প্রার্থী হবেন৷ বিজেপির নিশীথ প্রামাণিক ও জগন্নাথ সরকার বিধায়ক পদে ইস্তফা দিয়েছেন।
আরও পড়ুন- আদালতের নির্দেশে উপাচার্যের বাসভবনে কনস্টেবল, গেটের তালা ভাঙল পুলিশ
সাংসদ হিসাবেই কাজ করছেন তাঁরা। তাঁদের ছেড়ে যাওয়া দিনহাটা ও শান্তিপুর বিধানসভায় ফের ভোট হবে৷ মাসখানেক করোনা আক্রান্ত হয়ে মারা যান গোসাবার বিধায়ক জয়ন্ত নস্কর। গোসাবা আসনে ফের ভোট হবে। মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর এবং সামশেরগঞ্জে বিধানসভায় ভোট গ্রহণ হয়নি। মুর্শিদাবাদ জেলার ওই দুই আসনেও ভোট হবে।