ওয়েবডেস্ক: কথায় কথায় উদাহরণ দেওয়া হয় আইনস্টাইনের আইকিউয়ের। এখন তো তীব্র প্রতিযোগিতা চলে আইকিউ পরীক্ষার। এমনিই বলা হয় এখনকার শিশুদের আইকিউ (IQ) স্তর কীরকম দেখেছেন। সব জানে। কিন্তু বাস্তবে কী তাই? স্ক্রিন টাইমের (Sreen Time) জেরে আইকিউ কমে যাচ্ছে। বিশ্বজুড়েই। একটি আন্তর্জাতিক সমীক্ষায় (International Survey) এই তথ্য উঠে এল। মিশি্গান বিশ্ববিদ্যালয় এই বিষয়ে সমীক্ষা করে। সমীক্ষার নাম ‘মনিটরিং দ্য ফিউচার’। তাতে উদ্বেগজনক রিপোর্ট (Report) উঠে আসছে। শুধুই আইকিউ নয়। মনঃসংযোগ নষ্ট হয়ে যাচ্ছে। সাধারণ রিজনিংয়ের বিষয়। যখন বই পড়ায় মানুষ গুরুত্ব দিতেন। তখন এরকমটা হত না।
এরকমই ২০২২ সালে ন্যাশনাল এনডাউমেন্ট ফর দ্য আর্টস একটি সমীক্ষা করে। তাতে দেখা যায় ৩৮ শতাংশের কম আমেরিকাবাসী উপন্যাস পড়েন। ২০১২ সালে যা ছিল ৪৫ শতাংশ। সামগ্রিকভাবে আইকিউ কমছে। প্রযুক্তি জীবনকে অনেক সহজ করেছে। কিন্তু এটা জীবনকে অনেক বেশি অলস করেছে। গভীরভাবে চিন্তা করতে ভুলে যাচ্ছেন এখনকার প্রজন্ম।
আরও পড়ুন: গোধরা মামলায় ৬,৭ মে সুপ্রিম কোর্টে চূড়ান্ত শুনানি
প্রোগ্রাম ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাসেসমেন্ট ৯০টি দেশে ১৫ বছর বয়সীদের মধ্যে সমীক্ষা করেছে। সেটাও কমছে। অঙ্ক, বিজ্ঞান পাঠে অনেক দেশই কম স্কোর করেছে। আমরা সব কিছুই ক্যামেরার এক ক্লিকে পেয়ে যাচ্ছি। ফলে আমাদের মুখস্থ করতে হচ্ছে না। যাতে আমাদের স্মৃতিশক্তি শক্তি হারাচ্ছে।
দেখুন অন্য খবর: