জম্মু ও কাশ্মীর : বুধবার ভোরে জম্মুর এয়ারবেসে আবার ড্রোন (Drone) উড়তে দেখা গেল। এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার। এর আগে গত বুধবার গভীর রাতে জম্মুর সেনা এয়ারবেসের সঙ্গে সঙ্গে নিয়ন্ত্রণ রেখা বরাবর পাল্লানওয়ালা (Pallanwala) এলাকার আখনুরে (Akhnoor) ড্রোনের দেখা মিলেছিল। সেইসময় অ্যালার্ট করার পাশাপাশি গোটা এলাকা জুড়ে বিভিন্ন চেকপয়েন্টে ব্যাপক তল্লাশি চালায় সেনা। সুত্রের খবর, ভোট চারটে থেকে চারটে বেজে পাঁচ মিনিটের মধ্যে সাতওয়ারির আকাশে, জম্মু এয়ারবেস থেকে ১০০ মিটার দূরে দেখা মেলে ড্রোনের।
আরও পড়ুন : চার দিনে ৭ ড্রোন জম্মু-কাশ্মীরের আকাশে
সেনা সুত্রের খবর, আমরা খবর পাই, বুধবার ওই অল্প সময়ের মধ্যে অজানা একটি আকাশযান সাতওয়ারি (Satwati) সেক্টরের দুটি অংশে ঘোরাফেরা করছে। জানা গেছে ভোর ৪টে নাগাদ বিমানবন্দরের উপর ভাসছিল ওই ড্রোনটি। এরপর আবার জম্মু এয়ারবেসের কাছে সাতওয়ারি সেক্টরের পীর বাবা এলাকার আকাশে ভেসে বেড়াচ্ছিল ওরকমই একটি যান। পরে ফ্লাইং অবজেক্টটি উধাও হয়ে গেলেও, সেটিকে খুঁজে বের করার চেষ্টা হচ্ছে।
আরও পড়ুন : ড্রোন হামলার আশঙ্কা, সতর্কতা দিল্লিতে
এর আগে ১৫ জুলাই জম্মুর এয়ারফোর্স স্টেশনের কাছে একটি ড্রোনকে দেখা গিয়েছিল। নিয়ন্ত্রণ রেখা বরাবর আর একটি পাল্লানওয়ালায়
দ্বিতীয় ড্রোনটি দেখা যাচ্ছে। ২৪ ঘণ্টারও কম সময়ের আগেই সীমান্তরক্ষী বাহিনী আন্তর্জাতিক সীমানার আর্নিয়া থেকে একটি ড্রোনকে ফিরিয়ে
দিয়েছিল। ২৭ জুন ড্রোনে করে দু’টি বম্ব ফেলা হলে আহত হন দু’জন আইএএফ জওয়ান আহত হন।
বারবার একই ঘটনায় চিন্তিত কাশ্মীরের ডিজিপি দিলবাগ সিং বলেন, বারবার ড্রোনের আনাগোনা সন্ত্রাসবাদী দলগুলো থেকে পাওয়া হমকিকে
এক নতুন মাত্রা দিয়েছে।