ওয়েবডেস্ক: প্রত্যাঘাত কি আসন্ন! ৭ মে ভারতে হবে মক ড্রিল, অর্থাৎ যুদ্ধের মহড়া। ২৪৪ টা জায়গায় এই মক ড্রিল হবে। কাশ্মীরের সন্ত্রাসী হামলার ঘটনায় ক্রোধের আগুনে জ্বলছে দেশ। এই অন্যায়ের যে বড়সড় মাশুল দিতে হবে, তা বুঝিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সেনার তিন বিভাগকে ফ্রি হ্যান্ড দেওয়া হয়েছে। এবার মাল্টি ইনফ্লুয়েন্সড গ্রাউন্ড মাইনের (MIGM) একটি সফল পরীক্ষা চালালো যৌথভাবে DRDO এবং ভারতীয় নৌবাহিনী (Indian Navy) । তবে এটি ভূপৃষ্ঠে প্রয়োগ করা হয়নি, মূলত এটি সমুদ্রবক্ষে সফল পরীক্ষা চালানো হয়েছে।
মাল্টি-ইনফ্লুয়েন্স গ্রাউন্ড মাইন কী?
MIGM হল DRDO দ্বারা তৈরি একটি অত্যাধুনিক নৌ খনি যা আধুনিক স্টিলথ জাহাজের ক্রমবর্ধমান হুমকি মোকাবিলায় প্রস্তুত আছে। ভারতীয় নৌবাহিনীর কৌশলগত ক্ষমতা বৃদ্ধির জন্য ডিজাইন করা হয়েছে, এটি সামুদ্রিক জাহাজ দ্বারা সৃষ্ট বিভিন্ন প্রভাব যেমন অ্যাকোস্টিক, চৌম্বকীয় এবং চাপ স্বাক্ষর সনাক্ত করতে সক্ষম।
MIGM-এর একটি অসাধারণ বৈশিষ্ট্য হল এর বহুমুখিতা। এটি জাহাজ, সাবমেরিন এবং কোঅপারেটিভ আন্ডারসি অপারেটিং প্ল্যাটফর্ম (COOPs) সহ বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে মোতায়েন করা যেতে পারে। এটি নৌবাহিনীর একটি অসাধারণ হাতিয়ার। কারণ এটি বিভিন্ন ধরণের অপারেশনাল সেটিংসে ব্যবহার করা যেতে পারে, যা সমুদ্রের নীচে প্রতিরক্ষা কৌশলগুলির বিষয়স্তুর নাগাল পেতে সাহায্য করে।
আরও পড়ুন: ‘আমি আছি তুমি অ্যাকশন নাও’ মোদিকে ফোনে পাকিস্তান অ্যাটাকের সিগন্যাল পুতিনের?
বিভিন্ন ধরণের জাহাজের স্বাক্ষর চিহ্নিত করতে ভারতীয় নৌবাহিনীকে একটি উল্লেখযোগ্য কৌশলগত সুবিধা প্রদান করে। বিশেষ করে এমন পরিস্থিতিতে যেখানে গোপন বা কম দৃশ্যমানতাসম্পন্ন জাহাজ রয়েছে। এখানে MIGM- (মাল্টি-ইনফ্লুয়েন্স গ্রাউন্ড) এর কার্যকারিতা উল্লেখযোগ্য। MIGM জলসীমায় জাতীয় স্বার্থ রক্ষার জন্য সুসজ্জিত থাকবে।
উল্লেখ্য, পহেলগাম কাণ্ডের পাল্টা জবাবে হুঙ্কার দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। দেশের দিকে চোখ তুলে তাকালে যে তার ফল ভালো হবে না, সেটি বুঝিয়ে দিয়েছেন তিনি। এই পরিস্থিতিতে রবিবার বায়ুসেনা প্রধানের সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং স্পষ্টভাবে জানান, ‘আমি আপনাদের আশ্বস্ত করতে চাই যে প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে আপনারা যেমনটা চাইছেন তেমনটাই হবে।
সন্ত্রাসবাদকে যে ছেড়ে কথা বলবে না ভারত, সেই পরিপ্রেক্ষিতেই কড়া জবাব রাজনাথ সিংয়ের।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগেই হুঙ্কার দিয়েছিলেন, যারা জঙ্গি আর যারা জঙ্গি কার্যকলাপকে সমর্থন করে তাদের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নেওয়া হবে। সন্ত্রাসীরা যেখানেই লুকিয়ে থাকুক না, সেখান থেকে খুঁজে বের করে শাস্তি দেওয়া হবে। এমন শাস্তি দেওয়া হবে, তারা তা কল্পনাও করতে পারছে না।
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হুঁশিয়ারি, দেশের ইঞ্চি ইঞ্চি জমি থেকে সন্ত্রাসবাদকে গোড়া সমেত উপড়ে ফেলাই আমাদের দৃঢ় সংকল্প। সন্ত্রাসবাদীদের যোগ্য জবাব দেবে ভারত। পাশাপাশি কেন্দ্রীয় সরকারকে পূর্ণ সমর্থন জানিয়েছে বিরোধীরাও। কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী জানিয়েছেন, দেশ রক্ষায় সবাই একসঙ্গে রয়েছে। ভারত সরকার যে সিদ্ধান্ত নেবে, সেখানে পূর্ণ সমর্থন রয়েছে।
দেখুন আরও খবর: