আর কোনওদিন টুইট করবেন না তিনি। একলা পড়ে থাকবে তাঁর টুইটার হ্যান্ডেল। অজস্র ভক্তরাও আর কোনওদিন সাড়া পাবে না তাঁর। হিমাচল প্রদেশে ধসের কবলে পরে প্রাণ হারালেন বিশিষ্ট আয়ুর্বেদিক চিকিৎসক ও জনপ্রিয় টুইটার পার্সোনালিটি ডা. দীপা শর্মা। রবিবার দুপুরে হিমাচল প্রদেশের বাতসেরি গ্রামের কাছেই ধস নামার ঘটনাটি ঘটে। বাতসেরি থেকে চিটকুলের মাঝামাঝি এলাকায় এই ধস নামে। যার জেরে প্রাণ হারাতে হয় বহু পর্যটককে। মৃতদের মধ্যে সকলেই মহারাষ্ট্র এবং রাজস্থানের বাসিন্দা বলে জানা গিয়েছে। দীপা শর্মার ছাড়াও আর ৮ জন এই ঘটনায় প্রাণ হারিয়েছেন।গত দু’দিন আগেই হিমাচল প্রদেশের চিটকুল গ্রামে এসেছিলেন দীপা শর্মা। সেখান থেকেই শেষ টুইটটি তিনি করেছিলেন।
চিটকুল গ্রামটি ভারত চীন সীমান্তের শেষ গ্রাম। যেখানে সামরিক বাহিনী ছাড়াও সাধারণ নাগরিকদের প্রবেশাধিকার রয়েছে। সেই গ্রাম থেকে সামনে এগিয়ে গেলেই শুরু হয়ে যাবে চীন সীমান্ত। সেখানেই গত দুদিন ধরে কাটিয়েছেন বিশিষ্ট এই আয়ুর্বেদিক চিকিৎসক। শুধু চিকিৎসক নন। তিনি ছিলেন প্রকৃতিপ্রেমীও। ভালবাসতেন পাহাড়, নদী,ঝর্ণা আর পাহাড়ের ছোট্ট গ্রামের মানুষদের।সেই পাহাড়ি গ্রাম চিটকুল সম্পর্কে একাধিক টুইটও করেছিলেন তিনি।
আরও পড়ুন: তুষারধসে পর্বতের বুকেই চিরঘুমে অ্যালান রিক
Standing at the last point of India where civilians are allowed. Beyond this point around 80 kms ahead we have border with Tibet whom china has occupied illegally. pic.twitter.com/lQX6Ma41mG
— Dr.Deepa Sharma (@deepadoc) July 25, 2021
ডা. দীপা শর্মা একজন সফল চিকিৎসক হওয়ার পাশাপাশি একজন লেখকও। তাঁর জন্ম রাজস্থানের জয়পুরে। তিনি নিয়মিত বিভিন্ন বিষয় নিয়ে সোশাল মিডিয়ায় লেখালেখি করে থাকেন।
As a citizen I’ve the right to use highways, expressways which were meant to make travel easy and to reduce time of journey but due to a so called #FarmersProtest I and thousands of people can’t use these roads.@narendramodi ji @AmitShah ji fulfill your responsibilities for us? pic.twitter.com/K5y0GhYOMK
— Dr.Deepa Sharma (@deepadoc) July 23, 2021
করোনা সংক্রমণ, লকডাউনে মানুষের জীবনযাত্রা বিঘ্নিত হওয়া নিয়ে টুইটারে অনেকবার লিখেছেন তিনি। এছাড়াও কৃষক আন্দোলন সংক্রান্ত ইস্যুতে তাঁর একাধিক টুইট রয়েছে। সম্প্রতি ক্রিকেটারদের চেয়ে অলিম্পিকে ভারতীয় অ্যাথলিটদের গুরুত্ব দেওয়া হোক। এই বিষয়ে টুইটে সরব হয়েছিলেন দীপা।
Athletic games should be given much more priority but sadly cricket get complete attention in India.
You don’t give those facility, recognition to athletes and just in 4 years do drama of cheering them.#Olympics #Olympics2021 #Cheer4India— Dr.Deepa Sharma (@deepadoc) July 24, 2021
আরও পড়ুন: অলিম্পিক্সে অস্ট্রেলিয়ার কাছে ৭-১ গোলে লজ্জার হার ভারতের
বিভিন্ন বিষয় নিয়ে দীপার টুইট অচিরেই মন কেড়ে নিয়েছিল ভারতীয় নেটিজেনদের। কিন্তু রবিবারের অপ্রত্যাশিত এই ঘটনায় স্বাভাবিকভাবেই বিমর্ষ হয়ে পড়েছেন তাঁর ভক্তরা।