ওয়েব ডেস্ক: ফের বিতর্ক খাড়া করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। অ্যাপল সংস্থা (Apple) ভারতে কাজ করুক তা চান না তিনি। অ্যাপলের সিইও টিম কুককে (Tim Cook) তিনি বলেছেন, ভারত নিজের ব্যবস্থা নিজেই করতে পারবে, ওখানে কাজ করার দরকার নেই। কুককে যে এসব বলেছেন, তা নিজেই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
দোহায় এক বাণিজ্যিক ইভেন্টে যোগ দিয়ে ট্রাম্প বলেন, “বন্ধু, শুনলাম আপনি ভারতে উৎপাদন করছেন। আমি চাই না আপনি ভারতে উৎপাদন করুন। যদি আপনি ভারতের দেখভাল করতে চান তাহলে সেখানে উৎপাদন করুন, কারণ ভারত পৃথিবীর সবথেকে বেশি শুল্ক আদায় করা দেশের মধ্যে একটা। তাই ওখানে বিক্রি করা খুব কঠিন।”
আরও পড়ুন: কর্নেল কুরেশিকে নিয়ে কু-মন্তব্যে সুপ্রিম কোর্টেও ছাড় পেলেন না বিজেপি মন্ত্রী
ট্রাম্প এমনও দাবি করেছেন যে ভারত (India) মার্কিন পণ্যের উপর কোনও শুল্ল চাপাতে চায় না, যদিও তেমন কোনও ঘোষণা নয়াদিল্লি করেনি। ট্রাম্প বলেন, “ওরা (ভারত) আমাদের এমন এক প্রস্তাব দিয়েছে যাতে আক্ষরিক অর্থে কোনও শুল্ক নেই। আমি টিমকে বললাম, আমরা তোমাকে ভালো জায়গা দিয়েছি, এত বছর ধরে চীনে এত কারখানা বানিয়েছেন সেসব মেনে নিয়েছি। কিন্তু আপনার ভারতে উৎপাদনে আমরা ইচ্ছুক নই। ভারত নিজের দেখভাল নিজেই করতে পারে।”
অ্যাপলের আইফোন, ম্যাক বুক সারা পৃথিবীর মানুষের পছন্দের ‘গ্যাজেট’। ট্রাম্প জানিয়েছেন, এবার আমেরিকাতেই এগুলোর উৎপাদন বাড়বে। অথচ তিনি এমন সময় এইসব মন্তব্য করলেন যখন অ্যাপল ভারতেই তার কর্মকাণ্ডে ব্যাপকতা আনতে চাইছে। ট্রাম্পের শুল্ক নীতি আঘাত প্রতিহত করতে চীন থেকে ভারতে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছে।
বর্তমানে ভারতে তিনটি অ্যাপল প্ল্যান্ট আছে, দুটি তামিলনাড়ুতে এবং একটি কর্নাটকে। একটি চালাচ্ছে ফক্সকন এবং বাকি দুটি চালাচ্ছে টাটা গ্রুপ। আরও দুটি প্ল্যান্ট রয়েছে পাইপলাইনে।
দেখুন অন্য খবর: