ওয়েব ডেস্ক: এবার মহাকাশে শত্রুর স্যাটেলাইট (Dog Fight) তাড়া করে মারার প্রস্তুতি ভারতের। স্যাটালাইট ডগ ফাইট পরীক্ষায় সাফল্য অর্জন ভারতের। সূত্রের খবর, বেশ কিছুদিন আগে ভারত ও পাকিস্তানের (India and Pakistan) মধ্যে যুদ্ধের আবহাওয়ায় পাকিস্তানের দিক থেকে একাধিক ড্রোন (Drone), মিসাইল আক্রমণ করা হয়েছে। সেগুলিকে ভারতের প্রযুক্তি দ্বারা প্রতিহত করা হয়েছে। তবে এখানেই ভারতবর্ষ থেমে নেই। সম্প্রতি, জানা গিয়েছে ইসরোকে কাজে লাগানো হচ্ছে একাধিক গুরুত্বপূর্ণ বিষয়তে।
ইসরোর পক্ষ থেকে একটা নতুন স্পেডেক্স প্রোগ্রাম নেওয়া হয়েছে। যা প্রায় সম্পূর্ণ হয়ে গিয়েছে। যেখানে শুধুমাত্র আকাশ বা স্থলেই নয়, এবার থেকে মহাকাশ (Space) ব্যবস্থাতেও যদি ভারতের বিরুদ্ধে উন্নত প্রযুক্তি সম্পন্ন কোনও দেশ তাদের স্যাটেলাইটকে (Satellite) কাজে লাগায়, ভারতের গোপনীয়তাকে ভেঙে ফেলতে চায় অথবা আক্রমণাত্মক হয়ে উঠতে চায় সেক্ষেত্রে মহাকাশেই ওই সংশ্লিষ্ট দেশের স্যাটালাইটকে ভেঙে গুড়িয়ে দেওয়ার জন্য ভারত এই স্পেডেক্স প্রোগ্রাম নিয়েছে।
আরও পড়ুন: সিন্ধুর জল ধরে রাখতে, এবার আরও খাল কাটছে ভারত, শুকিয়ে যাবে পাকিস্তান!
সম্প্রতি জানা গিয়েছে, এই বিষয় নিয়ে যখন গবেষণা চলছে তখন SDX02 নামে একটি স্যাটেলাইটকে প্রথমে তার কক্ষ পথে স্থাপন করা হয়। অন্যদিকে, SDX01-কে এই কাজে নিয়োগ করা হয়। এটি নিশ্চিত করার জন্য যে সেটি লেজারবিম দিয়ে বা আত্মঘাতীভাবে ধ্বংস করতে পারছে কিনা। এতে একশো শতাংশ সাফল্য মিলেছে।
আমেরিকা ও চীনের পর তিন নম্বর দেশ হিসেবে মহাকাশ গবেষণা ও স্যাটেলাইট ধ্বংসের কাজে হাত পাকাল ভারতবর্ষ। আগামী দিনে বিশের তাবড় তাবড় দেশের কাছে বার্তা দিল জল, স্থল শুধু নয়, এবার থেকে মহাকাশেও ভারত কিছু করে দেখাবে নিরাপত্তার অভাববোধ করলে। ইতিমধ্যেই ভারত সরকারের ২০০ কোটি টাকা খরচ হয়ে গিয়েছে এই কাজে। পাশাপাশি, এটির প্রস্তুতির লক্ষ্যে একাধিক ছোট ছোট আকারের মডিউলার থেকে শুরু করে বৃহৎ আকারের আত্মঘাতী স্যাটেলাইট তৈরি হয়ে গিয়েছে।
দেখুন আরও খবর: