ওয়েবডেস্ক- দিল্লিতে আতশবাজি পোড়ানো নিয়ে সওয়াল করে সুপ্রিম কোর্টের দরজায় কড়া নাড়লেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। আদালতে লিখিত আবেদন জানিয়েছে রেখা গুপ্তার সরকার।
দিল্লির দূষণের (Delhi Pollution)কথা কারুর অজানা নয়। গতবছরে দূষণ নিয়ে চরম ভোগা ভুগেছে দিল্লিবাসী। তার পরেই দিল্লির হাইকোর্টের (Delhi High Court) তরফে আতশবাজি (Fireworks) সহ পঞ্জাবের নাড়া পোড়ানো নিয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। আর কয়েকদিন বাদে দীপাবলি (Diwali) । আলোর উৎসব। এই সময় আতশবাজি পোড়ানোর রেওয়াজ আছে।
গত বছর দিল্লিতে আপ শাসনকালে সবুজ রঙ্গে আতশবাজি সহ সমস্ত ধরনের বাজি তৈরি, বিক্রি, পোড়ানো নিয়ে কঠোরভাবে নিষেধাজ্ঞা জারি করে দিল্লি হাইকোর্ট। এবার খোদ দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা (Cm Rekha Gupta) আতশবাজি পোড়ানোর আর্জি নিয়ে সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ হলেন। দিল্লির মুখ্যমন্ত্রী শীর্ষ আদালতে আবেদন সবুজ আতশবাজির অনুমোদন দেওয়া হোক। আতশবাজি ছাড়া দীপাবলি অসম্পূর্ণ। সোমবার তিনি আদালতে এই আবেদন জানিয়েছেন, বুধবার শুনানি। মুখ্যমন্ত্রী বক্তব্য, দীপাবলি আনন্দের উৎসব। আতশবাজি ছাড়া অসম্পূর্ণ মনে হয়। অন্তত দিল্লিতে সবুজ বাজি ব্যবহারের অনুমতি দেওয়া হোক। মানুষের অনুভূতির সঙ্গে পরিবেশের ভারসাম্য করে অনুমতি দেওয়া হোক।
আরও পড়ুন- ৮ অক্টোবর ভারত সফরে ব্রিটেনের প্রধানমন্ত্রী, মুখোমুখি মোদি-স্টারমার
দিল্লি সরকার এই সুপ্রিম কোর্টের কাছে লিখিত আবেদন জমা দিয়েছে। রেখা গুপ্তা জানিয়েছেন, ভারতীয় সংস্কৃতিতে দীপাবলি সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসব। দিল্লির লক্ষ লক্ষ বাসিন্দার অনুভূতির কথা মাথায় রেখে, আমাদের সরকার সুপ্রিম কোর্টকে উৎসবের সময় দিল্লিতে সবুজ আতশবাজি ব্যবহারের অনুমতি দেওয়ার জন্য অনুরোধ করেছে। আমরা পরিবেশ রক্ষার জন্য পদক্ষেপগুলি মাথায় রেখে সুপ্রিম কোর্টের নির্দেশবলী মেনে চলব। আতশবাজির বিষাক্ত ধোঁয়া নির্ধারিত সীমার মধ্যে থাকে তা নিশ্চিত করা হবে।
দেখুন আরও খবর-
“