নয়াদিল্লি: সংসদের ভিতরে SIR (Special Intensive Revision) ইস্যুতে আলোচনা চলবে সমানতালে, আর বাইরে মকর দ্বারে বিক্ষোভে সামিল হবে ইন্ডিয়া (INDIA) জোট। সরকারের বিরুদ্ধে যৌথ আন্দোলনের অংশ হিসেবে বিরোধী দলের নেতারা সেখানে উপস্থিত থাকবেন। সংসদের ভেতরের আলোচনার পাশাপাশি রাস্তায় প্রতিবাদ দেখিয়ে সরকারকে চাপে রাখতেই এই পরিকল্পনা নিচ্ছে বিরোধী শিবির।
আরও পড়ুন: বিমান সেবিকাকে যৌন হেনস্থা, গ্রেফতার তথ্য প্রযুক্তি সংস্থার কর্মী
SIR to continue in Parliament, the INDIA bloc to protest outside Makar Dwar
Read @ANI story |https://t.co/evw66hWdqi
#SIR #Parliament #INDIAbloc #WinterSession pic.twitter.com/HywoiNr9Xy— ANI Digital (@ani_digital) December 2, 2025
(এই খবরটি সবেমাত্র দেওয়া হয়েছে। বিস্তারিত খবরটি কিছু ক্ষণের মধ্যেই আসছে। অপেক্ষা করুন। পাতাটি কিছু ক্ষণ পর পর রিফ্রেশ করুন। আপডেটেড খবরটি আপনি দেখতে পাবেন। অতি দ্রুততার সঙ্গে এবং সঠিক খবর আমরা আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। সেই জন্যই যে কোনও ‘খবর’ পাওয়ার পর, তার সম্পর্কে নিশ্চিত হয়ে তবেই আমরা তা প্রকাশ করি এবং বিস্তারিত ঘটনা জানাই। ফেক নিউজ বা ভুয়ো খবরের রমরমার সময়ে এটা আরও বেশি জরুরি হয়ে উঠেছে। কলকাতা টিভি সম্পূর্ণ নির্ভুল তথ্যতে বিশ্বাসী, সেই কারণে নির্ভুল এবং সঠিক খবর আপনাদের কাছে যথাযথ ভাবে পৌঁছে দিতে আমরা অঙ্গীকারবদ্ধ। এখন কলকাতা টিভি অনলাইনে আপনি খবর শুনতেও পাবেন। খবর শোনার জন্য আমাদের পডকাস্ট নিউজ-‘পডকা’-তে ক্লিক করুন।)
দেখুন আরও খবর: