নয়াদিল্লি: ভারত-পাক (India Pakistan) ডিজিএমও বৈঠকের আগে সোমবার সেনার তিন শাখার সাংবাদিক বৈঠক। সেই বৈঠক সেনা তরফে জানানো হয়েছে কী ভাবে হামলা করেছে পাকিস্তান (Pakistan) । হামলা চালাতে গিয়ে ব্যর্থ হয়েছে। কীভাবে একের পর এক পাক মিসাইলকে নামিয়ে দিয়েছে ভারত। ভারতের হামলায় পাকিস্তানেক কী কী ক্ষতি হয়েছে সেটাও সাংবাদিক বৈঠকে তুলে ধরেছে সেনা। কীভাবে পাকিস্তানে ও পাকিস্তান অধিকৃত জম্মু ও কাশ্মীরে আমরা জঙ্গি ঘাঁটি উড়িয়ে দিয়েছি। এই অভিযানে পাকিস্তান এবং পাক-অধিকৃত কাশ্মীরে নয়টি জঙ্গিদের ঘাঁটি লক্ষ্যবস্তু করা হয়। এখন, দুই দেশের মধ্যে ডিজিএমও স্তরের আলোচনা অনুষ্ঠিত হতে চলেছে। সাংবাদিক বৈঠকের সেনা সাফ জানায় ভারতের লড়াই জঙ্গিদের সঙ্গে, পাক সেনার সঙ্গে নয়। তবে জঙ্গিদের পক্ষ নেওয়ায় পাপের ফল ভুগতে হয়েছে পাকিস্তানকে। আমাদের জবাবে পাকিস্তানের যে ক্ষতি হয়েছে, তার জন্য ওরাই দায়ী।
এদিন সাংবাদিক বৈঠকে সেনার তরফে বলা হয়, অপারেশন সিঁদুর (Operation Sindoor) ভারতের লড়াই জঙ্গি সঙ্গে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে। পাক সেনার সঙ্গে তাঁদের কোনও লড়াই নেই। তবে পাক সেনারা জঙ্গিদের পক্ষ নেওয়ায় পাপের ফল ভুগতে হয়েছে পাকিস্তানকে। ওদের পাপের ঘড়া পূর্ণ হয়েছে। ভারতে হামলার চালিয়েছে পাকিস্তান। তার জবাবে ভারত পাকিস্তানে হামলা চালিয়েছে। ভারতের জবাবে পাকিস্তানের যে ক্ষতি হয়েছে তার জন্য ওরা নিজেরাই দায়ী। এদিন ভারতীয় সেনার ডিজিএমও লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই স্পষ্ট করে বলেন, ৭ মে শুধুমাত্র জঙ্গিদের ডেরায় হামলা চালানো হয়েছে। দুর্ভাগ্য পাক সেনা সেই জঙ্গিদের হয়ে কথা বলছেন। আমরা তার জবাব দিয়েছি। আমাদের কোনও সেনাঘাঁটিই ক্ষতিগ্রস্ত হয়নি। কোনও না কোনও স্তরে হামলা প্রতিহত করা যায় যাতে, সেই ভাবেই প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করা হয়েছে। ভারতের দুর্ভেদ্য এয়ার ডিফেন্স সিস্টেমে জন্য শত্রুপক্ষ কিছুই করতে পারেনি।
আরও পড়ুন: আজ রাত ৮টায় জাতির উদ্দেশে ভাষণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, তাকিয়ে গোটা দেশ
দেখুন ভিডিও