উত্তরপ্রদেশ: সালটা ১৯৯৫। ২৭ বছর আগে গণেশের দুধ খাওয়ার হুজুগে তোলপাড় হয়েছিল গোটা দেশ। সেই স্মৃতিই যেন ফিরে এল উত্তরবঙ্গে। তবে এবার গণেশ নয়, দুধ পান (Drinking Milk) করছেন মহাদেবের বাহন নন্দী (Nandi)। সম্প্রতি এমনই একটি ভিডিয়ো শেয়ার হয়েছে সোশ্যাল মিডিয়ায় (Social Media)।
ভিডিয়োতে দেখা যাচ্ছে, উত্তরপ্রদেশের আলিগড়ের লোধা থানা এলাকার মুসেপুরে অবস্থিত একটি মন্দিরে রাখা শ্বেত পাথরের নন্দী মূর্তি দুধ পান করছেন। ভিডিয়োটি ভাইরাল হওয়ার পরেই, ভক্ত ও অনুগামীরা মন্দিরে ভিড় করতে থাকে। বাটি ও গ্লাসে দুধ নিয়ে মন্দিরে পৌঁছে সবাই নন্দী মূর্তিকে দুধ খাওয়াতে শুরু করেন। যাতে তাদের ইচ্ছা পূরণ হয়। সবাই পালা করে প্রতিমার মুখের সামনে দুধের চামচ রাখল, দাবি করল, যে নন্দীর প্রতিমা দুধ পান করছে।
अलीगढ़ – शिव परिवार में नंदी बाबा की मूर्ति पी रही दूध, मंदिर में जुटी दूध पिलाने के लिए लोगों की भीड़, लोधा थाना क्षेत्र के मूसेपुर स्थित मंदिर का मामला.#Aligarh pic.twitter.com/jHPdzuTz90
— भारत समाचार | Bharat Samachar (@bstvlive) July 3, 2023
যদিও নন্দী বাবা সত্যিই দুধ পান করছেন কি না সেই ব্যাপারে সন্দেহ থাকলেও মানুষ এটাকে নন্দী বাবার অলৌকিক ঘটনা বলেই মনে করছেন। বিশেষজ্ঞরদের মতে, এটি বিশ্বাসের বিষয়। কিছু লোকের মনে হতে পারে যে নন্দী দুধ পান করছেন, তবে তা নয়। অতীতেও এমন অনেক গুজব ছড়িয়েছে। বর্তমানে এমন অনেক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে।
আরও পড়ুন:LPG Cylinder | Price Hiked | পকেটে ধাক্কা, দাম বাড়ল এলপিজি গ্যাস সিলিন্ডারের