ওয়েব ডেস্ক: রবিবার সকালে চারমিনার লাগোয়া গুলজার হাউসে ভয়াবহ অগ্নিকাণ্ড (Fire Break out)। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, ঘটনায় ৮ জনের মৃত্যু হয়েছে। এদিন সকালে ৬টা নাগাদ আগুন লাগার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়।
আরও পড়ুন: উৎক্ষেপণের পরই বিপত্তি, রকেট থেকে মহাকাশে নামানো গেল না কৃত্রিম উপগ্রহ!
জানা গেছে, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জিন। জোর কদমে চলছে আগুন নেভানোর কাজ।
Hyderabad, Telangana | A fire broke out in a building at Gulzar House near Charminar today at 6 am. 11 fire vehicles reached the spot. The cause of the fire is yet to be known: Fire official, Hyderabad.
— ANI (@ANI) May 18, 2025
দেখুন আরও খবর: