কলকাতা: গত ২২ জুন স্পিকার সম্মেলনে রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনকড়ের বিরুদ্ধে সরব হয়েছিলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়৷ বুধবার রাজ্য বিধানসভায় এসে সেই বিষয়ে সহমত পোষণ করে কেন্দ্র সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন দিল্লির স্পিকার রাম নিবাস গোয়েল৷ একই সঙ্গে কেন্দ্র থেকে বিজেপি নেতৃত্বাধীন সরকার হঠাতে সমস্ত বিরোধীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি৷ স্পিকার রাম নিবাস গোয়েল বলেন, কেন্দ্রীয় সরকার বদল সম্ভব৷ কিন্তু, সবাই এক না হলে গণতন্ত্র বিপন্ন হবে৷
আরও পড়ুন-হিমাচলের কিন্নরে ভয়াবহ ধসে মৃত ৪
২২ তারিখের বৈঠকে লোকসভার স্পিকার ওম বিড়লার নালিশ করেছিলেন বিমানবাবু৷ তাঁর অভিযোগ ছিল, পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড় বিধানসভার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ শুরু করেছেন। যা তাঁর এক্তিয়ারভুক্ত নয়৷ এদিন সেই অভিযোগের সমর্থন করে স্পিকার রাম নিবাস গোয়েল বলেন, সারা ভারত স্পিকার সম্মেলনে পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার বাংলর রাজ্যপাল সম্বন্ধে যা অভিযোগ করেছেন, তার জন্য তাঁকে ধন্যবাদ জানাই৷ কারণ, পশ্চিমবঙ্গ বিধানসভার বিষয়ে রাজ্যপালের কথায় কথায় নাক গলাচ্ছেন৷ তিনি নানা বিষয়ে পস্তক্ষেপ করলেও ত্রিপুরায় তৃণমূল নেতাদের সঙ্গে দেখা করতে চাইছেন না৷ রাজ্যপাল করোনার বাহানা দিচ্ছেন।