নয়া দিল্লি: ভারী বৃষ্টির সঙ্গে ৪০-৬০ কিলোমিটার বেগে ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড রাজধানী। রবিবার ভোর থেকেই শুরু হয়েছিল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। সঙ্গে ছিল ঝোড়ো হাওয়ার দাপট। প্রাকৃতিক দুর্যোগের জেরে দিল্লির (Delhi) কোথাও কোথাও উপড়ে গিয়েছিল গাছ। ভারী বর্ষণে ডুবে গিয়েছে রাস্তাঘাট। যার জেরে যান চলাচলে পড়েছে ব্যাপক প্রভাব।
ভারী বর্ষণের জেরে প্রভাব পড়েছে বিমান চলাচলেও। সূত্রের খবর বলছে, এদিন দিল্লি বিমানবন্দর (Delhi Airport) থেকে প্রায়একশোরও বেশি বিমান ওঠানামায় দেরি হয়েছে। ঝড়ের কারণে ২৫টি বিমানের পথ ঘুরিয়ে দেওয়া হয়েছে। বিমান ওঠানামায় দেরি হওয়ায় ভোগান্তির মুখে পড়েছে যাত্রীরা। যদিও এই আবহাওয়ার জেরে যাত্রীরা যাতে হয়রানির শিকার না হন, তার জন্য অ্যাডভাইজরি জারি করা হয়েছে বিমান বন্দরের তরফে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার জেরে বেশ কয়েকটি বিমান ওঠানামায় প্রভাব পড়েছে। যাত্রীদের অনুরোধ করা হচ্ছে তাঁরা যেন বিমান সংস্থার সঙ্গে যোগাযোগ করেন অথবা বিমান সময়সূচি সম্পর্কে খবরাখবর রাখেন।
Delhi Airport issued a passenger advisory at 06:50 am
“Due to adverse weather conditions last night, some flights have been impacted. Passengers are advised to check their flight status regularly and stay in touch with airline staff for updates.” pic.twitter.com/o90N268q6x
— ANI (@ANI) May 25, 2025
আরও পড়ুন: দেশজুড়ে ফের ত্রাসের আবহ, তিন রাজ্যে নতুন করোনা আক্রান্তের হদিশ
আবহাওয়া দফতর সূত্রে খবর, শনিবার রাত থেকে দিল্লিতে শুরু হয়েছে বৃষ্টি। রবিবার সেই বৃষ্টি আরও বেড়ে যায়। সঙ্গে চলতে থাকে ঝড়ের দাপট। রবিবার ভোর পর্যন্ত সফদরজঙে বৃষ্টি হয়েছে ৮১ মিলিমিটার, পালমে ৬৮ মিলিমিটার, পুসায় ৭১ মিলিমিটার, ময়ূর বিহারে ৪৮ মিলিমিটার। শহরের সব জায়গায় ৫০-৮০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ভারী বৃষ্টির জেরে প্লাবিত হয়েছে বহু রাস্তা। দিল্লি বিমানবন্দর যাওয়ার প্রধান আন্ডার পাসে আটকে গিয়েছে বহু গাড়ি। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, প্লাবিত হয়েছে মোতি বাগ, মিন্টো রোড, দিল্লি বিমানবন্দরের ১ নম্বর টার্মিনাল।
শুধু দিল্লি নয়। ঝড়ের তাণ্ডব চলেছে পার্শ্ববর্তী অঞ্চলগুলিতেও। রবিবার নয়ডা, গ্রেটার নয়ডা, গুরুগ্রাম-সহ এনসিআরে ছিল ভারী বৃষ্টির দাপট। জলমগ্ন গুরুগ্রামে সেক্টর ১০, বিকাশ নগর। মৌসিম ভবন জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভবনা রাজধানীতে। কিছু অংশে আবার ঝোড়ো হাওয়ারও সতর্কতা জারি রয়েছে। শনিবারই মৌসম ভবন দিল্লি এবং সংলগ্ন এলাকায় চূড়ান্ত সতর্কতা জারি করেছিল। ভারী ঝড়বৃষ্টির পূর্বাভাস ছিল আগেই।
দেখুন আরও খবর: