ওয়েবডেস্ক- ২০২৩ সালে সংসদে হামলাকারীদের (Attacked Parliament) শর্তসাপেক্ষে জামিন (Conditional Bail) দিল দিল্লি হাইকোর্ট (Delhi High Court)। অভিযুক্ত নীলম আজাদ (Neelam Azad) ও মহেশ কুমাবতকে (Mahesh Kumbavat) জামিন। ঘটনার দিনই গ্রেফতার করা হয় ৬ অভিযুক্তকে। ঘটনার প্রায় ২ বছর পর শর্তসাপেক্ষে জামিন অভিযুক্ত দু’জনের।
বিচারপতি সুব্রমনিয়াম প্রসাদ এবং বিচারপতি হরিশ বৈদ্যনাথন শঙ্করের সমন্বয়ে গঠিত দিল্লি হাইকোর্টের বেঞ্চ নীলম আজাদ এবং মহেশ কুমাওয়াতের জামিন মঞ্জুর করেছে। জামিনের পরিমাণ নির্ধারণ করা হয়েছিল ৫০,০০০ টাকা করে, এবং সমান মূল্যের দুজন জামিনদারও ছিল।
আদালত সুনির্দষ্টভাবে শর্ত আরোপ করেছে যে, অভিযুক্তরা কোনওভাবে সংবাদমাধ্যমে ইন্টারভিউ দিতে পারবে না, এছাড়াও সোশ্যাল মিডিয়া কোনও ধরনের কোনও তথ্য পোস্ট করতে পারবে না। প্রথম দুই অভিযুক্তই নিম্ন আদালতে জামিনের আবেদন জানিয়েছিলেন, কিন্তু সেই আবেদন খারিজ হয়ে যায়। নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে তারা ফের জামিনের আবেদন জানান, সেই আবেদন মঞ্জুর করল আদালত।
আরও পড়ুন- আট রাজ্য পেল বিজেপি সভাপতি, বাংলায় কবে?
দিল্লি হাইকোর্ট বুধবার অভিযুক্ত নীলম আজাদ এবং মহেশ কুমাওয়াতের জামিন মঞ্জুর করেছে। যাদের ১৩ ডিসেম্বর, ২০২৩ তারিখে সংসদ ভবনে নিরাপত্তা লঙ্ঘনের ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত করা হয়েছিল এই দুজনকে। আইনসভা ভবনের নিরাপত্তা ব্যবস্থার সাথে আপস করার অভিযোগে অভিযুক্তদের মধ্যে দুজনই ছিলেন।
পুরাতন সংসদ ভবনের নিরাপত্তা লঙ্ঘনের ঘটনাটি ঘটেছিল গত বছর ১৩ ডিসেম্বর, ২০০১ সালের সংসদ হামলার বার্ষিকীর সঙ্গে মিলে যায়। প্রায় একই সময়ে, আরও দুজন অমল শিন্ডে এবং নীলম আজাদ সংসদ ভবন প্রাঙ্গণের বাইরে “তানাশাহি নাহি চলেগি” বলে চিৎকার করে ক্যানিস্টার থেকে রঙিন গ্যাস স্প্রে করেন। এই মামলায় চার অভিযুক্ত ছাড়াও পুলিশ ললিত ঝা এবং মহেশ কুমাওয়াতকে গ্রেফতার করেছে। সকলকে পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
দেখুন আরও খবর-