নয়াদিল্লি: করোনা-কালে প্রয়াত ফ্রন্টলাইন ওয়ার্কারদের জন্য বড় ঘোষণা করল দিল্লি সরকার। রবিবার স্বাধীনতা দিবসের দিন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ঘোষণা করেন, মহামারির সময় যে সমস্ত ফ্রন্টলাইন ওয়ার্কার প্রাণ হারিয়েছেন, দিল্লি সরকার তাঁদের প্রত্যেকের পরিবারকে ১ কোটি টাকা করে দেবে। আমরা তাঁদের পরিবারের পাশে রয়েছি এবং সর্বদা থাকব।
আরও পড়ুন: কেজরিওয়ালের স্পিকারের গলায় মোদি হঠানোর সুর
কোভিডের দ্বিতীয় ঢেউয়ের জেরে দিল্লি একটা সময় বড়সড় সংকটের সম্মুখীন হয়েছিল। অক্সিজেনের অভাব ছাড়াও রাজধানীর হাসপাতালগুলিতে তীব্র শয্যা সংকট দেখা দেয়। তবে টানা লকডাউন সহ একাধিক পদক্ষেপের জেরে অল্প সময়েই পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসে। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এর আগেও কোভিডে প্রয়াত বেশ কয়েকজন ফ্রন্টলাইন ওয়ার্কারের পরিবারের হাতে ১ কোটি টাকার চেক তুলে দিয়েছেন।
আরও পড়ুন: মোদি বিরোধী জোট গঠনে মমতার সঙ্গে বৈঠক সনিয়া গান্ধী, কেজরিওয়ালের
দেশে ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ সামান্য কমল। রবিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ৩৬ হাজার ৮৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৮৯৩ জনের। ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৩৭ হাজার ৯২৭ জন। এখনও পর্যন্ত দেশে ৩ কোটি ১৩ লক্ষ ৭৬ হাজার ১৫ জন করোনা মুক্ত হয়েছেন। এই মুহূর্তে অ্যাকটিভ কেসের সংখ্যা ৩ লক্ষ ৮৫ হাজার ৩৩৬।