ওয়েব ডেস্ক: সিঁদুর অপারেশনের (Operation Sindoor) পরেই প্রতিরক্ষা খাতে বাড়তে চলেছে ব্যয়। প্রতিরক্ষা ব্যবস্থাকে (Defense System) আরও শক্তিশালী করতে খরচ করা হতে পারে আরও ৫০,০০০ কোটি টাকা। আরও অস্ত্রশস্ত্র এবং প্রযুক্তিতে সজ্জিত হতে চলেছে ভারত (India)। এই অতিরিক্ত অর্থ ব্যয়ের প্রস্তাব সংসদের শীতকালীন অধিবেশনে পাশ হতে পারে বলে খবর।
অতিরিক্ত বাজেট বরাদ্দ হলে তা সশস্ত্র বাহিনীর চাহিদা, প্রয়োজনীয় যন্ত্রপাতি এবং প্রযুক্তিগত গবেষণার জন্য ব্যয় করা হবে বলে জানা গিয়েছে। চলতি অর্থবর্ষে কেন্দ্রীয় বাজেটে প্রতিরক্ষা খাতে রেকর্ড ৬.৮১ লক্ষ কোটি টাকা বরাদ্দ করা করা হয়েছিল যা তার আগের বছরের থেকে ৯.৫৩ শতাংশ বেশি।
আরও পড়ুন: তালিবান মন্ত্রীকে ধন্যবাদ জানালেন ভারতের বিদেশমন্ত্রী
২০১৪ সালে বিজেপি সরকার (BJP Government) ক্ষমতায় আসার পর থেকে ১০ বছরে প্রতিরক্ষা খাতে বাজেট বরাদ্দ তিনগুণ বেড়েছে। ২০১৪-১৫ সাল, অর্থাৎ নরেন্দ্র মোদি সরকারের প্রথম অর্থবর্ষে প্রতিরক্ষায় বাজেট ছিল ২.২৯ লক্ষ কোটি টাকা। এ বছরে তা ৬.৮১ লক্ষ কোটি হয়েছে যা কি এবারের সমগ্র বাজেটের ১৩.৪৫ শতাংশ।
প্রসঙ্গত, অপারেশন সিঁদুরের মাধ্যমে পাকিস্তানের (Pakistan) ভূখণ্ডে প্রবেশ না করেই সে দেশের অনেক ভিতরের জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছে ভারত। আবার পাকিস্তানের ড্রোন হামলার প্রায় সবটাই প্রতিহত করেছে ভারতীয় সেনা। ইসলামাবাদ হাড়ে হাড়ে টের পেয়েছে, নয়াদিল্লির সামরিক শক্তি কতটা। এরপরেই নতুন কাউন্টার-ড্রোন সিস্টেম ভার্গবাস্ত্রের (Bhargavastra) সফল পরীক্ষা হয়েছে। তারপর খবর আসছে প্রতিরক্ষায় অতিরিক্ত ব্যয়বরাদ্দের। অর্থাৎ সামরিকভাবে পৃথিবী অন্যতম শক্তিধর দেশগুলোর মধ্যে একটা হয়ে উঠছে ভারত।
দেখুন অন্য খবর: