ওয়েব ডেস্ক: পহেলগামে জঙ্গিহানা (Pahelgam Terror Attack) ও অপারেশন সিঁদুরের (Operation Sindoor) পর কাশ্মীরে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Defence Minister Rajnath Singh)। বাদামী বাগ ক্যান্টনমেন্টে যান তিনি, সেখানে সেনা জওয়ানদের সঙ্গে কথা বলেন। একইসঙ্গে পাকিস্তানের পরমাণু অস্ত্র নিয়েও বড় বার্তা দেন তিনি। পাকিস্তানের হাতে পরমাণু অস্ত্র রাখা ঠিক হবে কি না সে নিয়েও প্রশ্ন তুলেন প্রতিরক্ষামন্ত্রী। তিনি বলেন, পাকিস্তানের মতো রাষ্ট্রের হাতে পরমাণু অস্ত্র থাকা বিপদজনক। এই বিষয়ে নজরদারি চালানোর জন্য ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির কাছে আর্জি জানান তিনি। জওয়ানদের উদ্দেশে তিনি বলেন, “জঙ্গিদের প্রতি আপনাদের কঠোর মনোভাব প্রশংসার যোগ্য। অপারেশন সিঁদুরে আপনারা যা করেছেন, তাতে গোটা দেশ গর্বিত।”
অপারেশন সিঁদুর ও সংঘর্ষ বিরতির ৫দিন পর কাশ্মীরের সফরে গেলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। বৃহস্পতিবার সকালে প্রথমবার জম্মু ও কাশ্মীরে পা রাখেন রাজনাথ। উপস্থিত ছিলেন রাজ্যের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা। এদিন সেনাবাহিনীর প্রস্তুতি খতিয়ে দেখেন। ভারত-পাক সংঘাতের সময় পাকিস্তানের সেনা সে সব জায়াগায় সেল হামলা চালিয়েছিল সেই সব জায়গা ঘুরে দেখেন প্রতিরক্ষামন্ত্রী। জওয়ানদের অপারেশন সিঁদুরের সাফল্যের জন্য অভিনন্দন জানান। সেনাবাহিনীর সঙ্গে কথা বলেন রাজনাথ সিং। তিনি বলেন, “আমি প্রথমেই বীর জওয়ানদের কাছে মাথা নত করছি। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে বীর জওয়ানদের আত্মত্যাগকে আমি শ্রদ্ধা জানাই। আহত জওয়ানদের সাহসিকতাকেও স্যালুট জানাই। ঈশ্বরের কাছে প্রার্থনা করছি ওরা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন। পহেলগাঁওয়ে নিহত সাধারণ নাগরিকদের প্রতিও আমি শ্রদ্ধাজ্ঞাপন করি।”
আরও পড়ুন: সুপ্রিম কোর্ট কীভাবে রাষ্ট্রপতিকে নির্দেশ দিতে পারে? তীব্র প্রতিক্রিয়া দ্রোপদী মুর্মুর
রাজনাথ বলেন, “অপারেশন সিঁদুরে আপনারা যা করেছেন, তার জন্য গোটা দেশবাসী গর্বিত। অপারেশন সিঁদুর একটা অঙ্গীকার। ওরা ধর্ম দেখে মেরেছে কিন্তু আমরা কর্ম দেখে মেরেছি। সন্ত্রাসবাদের বিরুদ্ধে এটি ভারতের সবচেয়ে বড় অভিযান। সন্ত্রাসবাদকে নির্মূল করতে আমরা যে কোনও সীমা পর্যন্ত যাব। পাকিস্তানকে অবিলম্বে জঙ্গিদের আশ্রয় দেওয়া বন্ধ করতে হবে। উস্কানি দিলে রক্তগঙ্গা বইবে।”
প্রসঙ্গত, ২২ এপ্রিল পহেলগামে ২৬ জন পর্যটককে হত্যা করেন লস্করের সঙ্গী সংগঠন টিআরএফের পাঁচ জঙ্গি। জবাবে ভারত পাল্টা পঁচিশ মিনিটের অপারেশন সিঁদুর স্ট্রাইক চালায় পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলিতে। গুঁড়িয়ে দেওয়া হয় পাকিস্তান ও পিওকে-র নয়টি জঙ্গিঘাঁটি। এরপর জম্মু ও কাশ্মীর-সহ ভারতের সীমান্তবর্তী রাজ্যগুলির জনবহুল এলাকা এবং সেনাঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালায় পাকিস্তান। হামলা প্রতিহত করার পাশাপাশি প্রত্যাঘাত জারি রাখে ভারত। তারপরেই প্রতিরক্ষামন্ত্রীর উপত্যকা সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
দেখুন ভিডিও