নয়াদিল্লি: পহেলগাম (Pahalgam Terror Attack) কাণ্ডের পর গোটা দেশ প্রতিশোধের আগুনে জ্বলছে। এই ঘটনায় পাকিস্তানের যোগ মিলেছে। ইতিমধ্যেই ভারত একের এক কড়া পদক্ষেপ নিয়েছে। ভারত-পাকিস্তানের মধ্যে প্রায় যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে। এরই মধ্যে রবিবার সন্ধ্যায় চিফ অফ ডিফেন্স স্টাফ বা সিডিএস জেনারেল অনিল চৌহানের সঙ্গে বৈঠক করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)। সূত্রের খবর, এদিন পরিস্থিতি নিয়ে সেখানে রুদ্ধদ্বার বৈঠক হয় তাঁদের। পাকিস্তানকে জবাব দিতে গুরুত্বপূর্ণ সামরিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা নিয়ে আলোচনা হয়েছে দু’জনের। তবে ওই আলোচনার কোনও তথ্য এখনও পর্যন্ত প্রকাশ্যে আসেনি।
আরও পড়ুন: জঙ্গি দমনে ভারতের পাশে দাঁড়াচ্ছে FBI, বড় ঘোষণা কাশ প্যাটেলের
২০১৯ সালে পুলুওয়াম হামলার পর পহেলগামে হওয়া এই সন্ত্রাসবাদী হামলা ছিল ভারতের মাটিতে সরচেয়ে বড় সন্ত্রাসবাদী হামলা। পহেলগামের ঘটনার পরেই ভারতীয় স্থলসেনা, নৌসেনা এবং বিমান বাহিনীকে হাই এলার্টয়ে রাখা হয়েছে। তিন বাহিনীর তরফে যুদ্ধের মহড়াও করা হয়েছে। জঙ্গিদের খোঁজ ভূস্বর্গে সেনার তরফে চিরুনি তল্লাশি শুরু হয়েছে। এই হামলার তদন্তের ভার এনআইএ নিয়েছে। পাকিস্তানের বিরুদ্ধে একদিকে যেমন একাধিক কূটনৈতিক প্রত্যাঘাত করেছে ভারত সরকার।তার মধ্যে অন্যতম, পাকিস্তানের সঙ্গে সিন্ধুচুক্তি স্থগিত করে দেওয়া। ইসলামাবাদ জানিয়েছে, জলপ্রবাহ আটকানোর চেষ্টা হলে তা ‘যুদ্ধ’ হিসাবে দেখা হবে। এই সর্বদল বৈঠক, রাষ্ট্রপতির সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎও সামনে এসেছে। এরই মধ্যে রবিবার প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে সিডিএস-এর বৈঠক খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
#WATCH | Delhi | Chief of Defence Staff (CDS) General Anil Chauhan leaves from the residence of Raksha Mantri Rajnath Singh. pic.twitter.com/mDEh6WhSC5
— ANI (@ANI) April 27, 2025
অন্য খবর দেখুন