নয়াদিল্লি: মেয়ে এতো লম্বা হয়ে গিয়েছে! পাত্র পাওয়া যাবে তো? কিংবা এই বেঁটে ছেলের কপালে পাত্রী জুটবে তো? এই ধরনের কথা ভারতীয় সমাজে খুবই প্রচলিত। বিয়ের পাত্রকে হতে হবে লম্বা। পাত্রী য্তই লম্বা হোক না কেন তাকে অবশ্যই পাত্রের থেকে কম উচ্চতার হতে হবে। সেই ধারণা ত্যাগ করার সময় এসে গিয়েছে। এমনই ইঙ্গিত দিচ্ছে একাধিক কেন্দ্রীয় সংস্থার সমীক্ষা।
জাতীয় পুষ্টি পর্যবেক্ষণ ব্যুরো বা National Nutritional Monitoring Bureau এবং জাতীয় পারিবারিক স্বাস্থ্য সমীক্ষা বা National Family Health Survey জানাচ্ছে যে ভারতে প্রাপ্তবয়স্ক পুরুষদের গড় উচ্চতা ক্রমশ কমছে। যেটা নিঃসন্দেহে উদ্বেগজনক। উল্টে মহিলার ক্ষেত্রে দেখা গিয়েছে যে উচ্চতা বৃদ্ধি পেয়েছে। ১৯৯৮ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত চালানো সমীক্ষায় এই তথ্য উঠে এসেছে। সম্প্রতি প্রকাশিত হয়েছে সেই সমীক্ষার রিপোর্ট।
আরও পড়ুন- রাজ্যের বন্যা পরিস্থিতির জন্য ফের ডিভিসিকে কাঠগড়ায় তুললেন মমতা
যেখানে বলা হয়েছে প্রাপ্তবয়স্ক ভারতীয় পুরুষদের গড় উচ্চতা ১.১০ সেন্টিমিটার হ্রাস পেয়েছে। ধর্ম, বর্ণ, বাসস্থান এবং সম্পদ সূচক জুড়ে এই প্রবণতা লক্ষ্য করা গিয়েছে। একমাত্র নাগাল্যান্ডের ১৫ থেকে ২৫ বছর বয়সী পুরুষদের গড় উচ্চতা বৃদ্ধি পেয়েছে বলে দাবি করেছে ওই সমীক্ষা। সেই সঙ্গে হিমাচল প্রদেশ, মণিপুর, মেঘালয় এবং মিজোরামের মতো রাজ্যের কিছু এলাকায় পুরুষদের উচ্চতা বৃদ্ধি পেলেও ভারতের বাকি সকল রাজ্যে পুরুষদের উচ্চতা বৃদ্ধি হচ্ছে না।
গ্রাফিক ছবি
অন্যদিকে, মহিলাদের ক্ষেত্রে দেখা গিয়েছে ভিন্ন ছবি। ১৫ থেকে ২৫ বছর বয়সী মহিলাদের ক্ষেত্রে দেখা গিয়েছে যে তাদের উচ্চতা বৃদ্ধি পেয়েছে। গড়ে ০.১২ সেন্টিমিটার করে উচ্চতা বৃদ্ধি পেয়েছে মহিলাদের। তবে দরিদ্র মহিলাদের ক্ষেত্রে উচ্চতা হ্রাসের ইঙ্গিত মিলেছে ওই সমীক্ষায়। সেই সঙ্গে উপজাতি মহিলাদের ক্ষেত্রেও উচ্চতা হ্রাসের প্রবণতা দেখা গিয়েছে।
আরও পড়ুন- ‘অনুপ্রবেশ’ নিয়ে কেন্দ্রীয় বিজ্ঞপ্তির বিষয়ে রাজ্যের অবস্থান কী, জানতে চায় হাই কোর্ট
মূলত পুরুষদের উচ্চতা হ্রাস উদ্বেগজনক বলেই দাবি করছে জাতীয় সংস্থাগুলি। সেই সঙ্গে এই উচ্চতা হ্রাসের কারণ অনুসন্ধানের চেষ্টাও চালানো হচ্ছে। জেনেটিক কারণে এই পরিবর্তন হয়েছে বলে মনে করছেন না গবেষকেরা। তাদের মধ্যে বদলে যাওয়া জীবনযাত্রা, খাদ্যাভ্যাসের কারণে এই বদল দেখা দিয়েছে। সেই সঙ্গে পুষ্টি এই উচ্চতা হ্রাসের অন্যতম বড় কারণ বলে দাবি করা হয়েছে সমীক্ষায়।