ওয়েব ডেস্ক: একের পর এক প্রত্যাঘাতে কাঁপছে পাকিস্তান (Pakistan)। অপারেশন সিঁদুরের (Oparation Sindoor) ঠেলায় পাকিস্তান ছেড়ে পালালেন আন্ডারগ্রাউন্ড ডন দাউদ ইব্রাহিম (Dawood Ibrahim)। সূত্রের খবর, ভারতের এয়ার স্ট্রাইকের জেরে অনু দেশে গিয়ে লুকনোর চেষ্টা করছে দাউদ।
আরও পড়ুন: স্বভাব বদলায় না! ভারতে ফের সাত জঙ্গি ঢোকানোর চেষ্টা পাকিস্তানের
আরও জানা গিয়েছে, ভারতের প্রত্যাঘাতে এতদিনের নিরাপদ আশ্রয় ছাড়লেন দাউদ। গত তিন দশকের বেশি সময় ধরে পাকিস্তানই ছিল ডনের নিরাপদ আশ্রয়। জানা গিয়েছে, ভারতের এয়ার স্ট্রাইকের জেরে অন্য দেশে লুকোনোর চেষ্টায় তিনি।
দেখুন আরও খবর: