নয়াদিল্লি : রবিবার আফগানিস্তানে মৃত পুলিৎজার পুরস্কারজয়ী ভারতীয় চিত্র সাংবাদিক দানিশ সিদ্দিকির কফিনবন্দি দেহ এসে পৌঁছল দেশে।
দিল্লি এয়ারপোর্ট থেকে তাঁর দেহ জামিয়া হয়ে পৌঁছবে বাড়িতে। রাত ন’টার পর তাঁর মরদেহ নিয়ে ‘নমাজ এ জনাজা’ হবে জামিয়া মিডল স্কুলে। পরে জামিয়া কর্মীদের কবরস্থানেই তাঁর দেহ সমাধিস্থ করা হবে।
তালিবানি সংঘর্ষের ছবি তুলতে গিয়ে আফগানিস্তানে মৃত্যু হয় ভারতীয় চিত্র সাংবাদিক দানিশ সিদ্দিকির। কান্দাহারের স্পিন বোল্ডাক জেলায় সংঘর্ষ চলাকালীন ছবি তুলছিলেন তিনি। সংঘর্ষের মাঝে পড়ে মৃত্যু হয় তাঁর। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের প্রধান চিত্র সাংবাদিক ছিলেন দানিশ। সংবাদ সংস্থার তরফে পাওয়া তথ্য অনুযায়ী বৃহস্পতিবার রাতেই গুরুতর জখম হয়েছিলেন দানিশ। আহত অবস্থায় তাঁকে চিকিৎসার জন্য সেনা শিবিরে রাখা হয়। শুক্রবার সকালে মৃত্যু হয় চিত্র সাংবাদিক দানিশের।
তবে দানিশ সিদ্দিকির মৃত্যুতে দুঃখ প্রকাশ করে তালিবান সংগঠন। এই সন্ত্রাসবাদী সংগঠনের তরফে জানানো হয়, দানিশ সিদ্দিকির মৃত্যুর কারণ তাদের কাছে অজানা। ছবি সংগ্রহ করতে গিয়ে রয়টার্সে কর্মরত চিত্র সাংবাদিক দানিশ সিদ্দিকির মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই একটি সংবাদ মাধ্যমে তালিবান সন্ত্রাসবাদী সংগঠনের নেতা জানান, দানিশের মৃত্যুর কারণ তাদের কাছে অজানা। কার গুলিতে দানিশের মৃত্যু হয়েছে তা জানা যায়নি।
এর আগে ভারতে নিযুক্ত আফগানিস্তানের রাষ্ট্রদূত ফরদি মামুন্দজাই টুইট করে দানিশের মৃত্যুর খবর নিশ্চিত করেন। পরে ইন্টারন্যাশনাল কমিটি অব রেড ক্রসের হাতে দানিশ সিদ্দিকির দেহ তুলে দেয় তালিবানরা।