ওয়েব ডেস্ক: দলিত (Dalit) সম্প্রদায়ের নাবালিকাকে জোর করে গাড়িতে তুলে নির্জন স্থানে নিয়ে গিয়ে মাথায় বন্দুক ঠেকিয়ে ধর্ষণ (Rape) করে আবার বাড়ির সামনে গাড়ি থেকে ফেলে দিয়ে গেল এক পুলিশ (Uttar Pradesh Police) কনস্টেবল (Constable)। যদিও নির্যাতিতা নাবালিকার পাড়ার লোকজন ধাওয়া করে অভিযুক্ত পুলিশকর্মীকে ধরে ফেলে। বুধবার এমনই এক নারকীয় ঘটনার সাক্ষী থাকল যোগীরাজ্য উত্তরপ্রদেশ (Uttar Pradesh)। ইতিমধ্যে সাসপেন্ড করা হয়েছে ধৃত পুলিশ কনস্টেবলকে। ঘটনার তদন্তে নেমেছেন ডিএসপি পদাধিকারী এক অফিসার।
বুধবার এই নৃশংস ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ফারুক্কাবাদে। পুলিশের কাছে অভিযোগ দায়ের করে নির্যাতিতা দলিত নাবালিকার বাবা জানিয়েছেন, ৩৫-এর ওই পুলিশ কনস্টেবল একটি গাড়িতে করে আসে এবং তাঁর মেয়েকে জোর করে গাড়িতে তুলে এক নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে মাথায় বন্দুক ঠেকিয়ে ১৫ বছরের নাবালিকাকে ধর্ষণ করা হয়। কুকর্ম মিটিয়ে আবার সেই একই গাড়িতে নাবালিকাকে বাড়ির সামনে ফেলে দেওয়া হয় বলে লিখিত অভিযোগে জানিয়েছে নির্যাতিতা নাবালিকার পরিবার।
আরও পড়ুন: মেঘভাঙা বৃষ্টি, ধস, হড়পা বান! হিমাচলে বানভাসি বন্যার বলি ৬৩
তবে ধর্ষণের পর নাবালিকাকে বাড়ির সামনে গাড়ি থেকে ফেলেই বিপাকে পড়ে গাড়িতে থাকা অভিযুক্ত। বিষয়টি পাড়ার লোকের নজরে আসতেই তাঁরা দল বেঁধে গাড়িটিকে ধাওয়া করে এবং কিছু দূরে গিয়ে গাড়িটিকে ধরে ফেলে। চালক পালিয়ে গেলেও অভিযুক্ত কনস্টেবল ধরা পড়ে যায় স্থানীয়দের কাছে। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
ইতিমধ্যে অভিযুক্ত পুলিশকর্মীকে সাসপেন্ড করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পাশাপাশি তার বিরুদ্ধে ধর্ষণ, অপহরণ সহ একাধিক অপরাধের ভিত্তিতে পকসো এবং তপশিলি জাতি এবং উপজাতি ধারায় এফআইআর রুজু করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছেন ডিএসপি পদাধিকারী এক অফিসার।
দেখুন আরও খবর: