৪০ হাজারের নীচে দৈনিক সংক্রমণ, কমেছে মৃতের সংখ্যাও
নয়া দিল্লি: অনেকটাই কমল দেশে করোনা আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘন্টায় দেশে ৩৮,৯৪৯ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। কমেছে মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ৫৪২ জন। বর্তমানে দেশে সুস্থতার হার ৯৭.২৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন মোট ৪০,০২৬ জন।
শুক্রবার পর্যন্ত গোটা দেশে আক্রান্ত হয়েছেন ৩,১০,২৬,৮২৯ জন। সুস্থ হয়েছেন ৩,০১,৮৩,৮৭৬ জন। সারা দেশে অ্যাক্টিভ রোগীর সংখ্যা ৪,৩০,৪২২ জন। এই মারণ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ৪,১২,৫৩১ জন। করোনা মোকাবিলার ক্ষেত্রে এখন অন্যতম বড় অস্ত্র টিকাকরণ। এখনও পর্যন্ত দেশে ৩৯,৫৩,৪৩,৭৬৭ মানুষ করোনা টিকা নিয়েছেন।
যদিও দেশের অধিকাংশ রাজ্যে করোনা পরিস্থিতি (Covid-19) নিয়ন্ত্রণে আসলেও মহারাষ্ট্র, কেরল, তামিলনাড়ু সহ বেশ কয়েকটি রাজ্যে সংক্রমণ ক্রমশই ঊর্ধ্বমুখী। লকডাউন, টিকাকরণ, বিধিনিষেধ মেনেও পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হচ্ছে না। সেই কারণেই শুক্রবার ৬ রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বসছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে, গত ২৫ দিন ধরে দেশের দৈনিক পজিটিভিটির হার ৩ শতাংশের নিচে। যা কমতে কমতে এই মুহূর্তে তা ১.৯৯ শতাংশ। ফলে উদ্বিগ্ন কিছুটা হলেও কম।