ওয়েবডেস্ক- চলতি বছরের ২২ এপ্রিল। পহেলগামে (Pahalgam) ২৬ জন নিরীহ মানুষের ওপর নির্বিচারে গুলিবর্ষণ। সকলের মর্মান্তিক মৃত্যু। ঘটনায় গর্জে উটেছিল গোটা দেশ। সন্ত্রাস কোনও বরদাস্ত করা হবে না, বলে হুঁশিয়ারি দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Naredra Modi)। সত্যি সেই কাজ করে দেখান তিনি। অপারেশন সিঁদুর (Operation Sindoor), এয়ার স্ট্রাইকের মাধ্যমে গুঁড়িয়ে দেওয়া হয় জঙ্গি ঘাঁটি।
পহেলগাম হামলায় যারা জঙ্গিদের আশ্রয় দিয়েছিল যাদের গ্রেফতার করা হয়েছিল দুইজন। সেই পারভেজ আহমেদ জোথার (Ahmed Jothar) ও বশির আহমেদ জোথারের (Bashir Ahmed Jothar) এনআইএ (NIA) হেফাজতের মেয়াদ বাড়ল।
সোমবার জম্মুর বিশেষ আদালতে (Jammu Special Court) হাজির করানো হয়েছিল এই দুই অভিযুক্তকে। তাদের ১০ দিন এনআইএ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। গত ২২ জুন গ্রেফতার করা হয়েছিল পারভেজ ও বশির। পরের দিন জম্মুর আদালতে হাজির করানো হয়েছিল তাদের। আদালত পাঁচ দিনের জন্য এনআইএ হেফাজতে পাঠিয়েছিল। এবার সেই মেয়াদ বাড়ানো হল।
এনআইএর একটি সূত্রে বলছে, ধৃত পারভেজ এবং বশির পহেলগাঁও হামলার সঙ্গে জড়িত তিন জঙ্গির পরিচয় সামনে আনে। তারা জানায় ওই তিন জঙ্গি পাকিস্তানের নাগরিক, জঙ্গি সংগঠন লস্কর তৈইবার সদস্য। তদন্তকারিরা জানিয়েছেন, সব জেনে বুঝেই জঙ্গিদের আশ্রয় দিয়েছিল তারা। পহেলগাঁওয়ের হিল পার্কে ‘ঢোক’ (কুড়ে)-এ থাকতে দিয়েছিলেন। ধৃতেরা তাদের থাকার সময় দৈনন্দির জীবন যাপনের জন্য জরুরি খাবার, প্রয়োজনীয় সামগ্রী দিয়ে সাহায্য করেছিল।
দেখুন আরও খবর-