শ্রীনগর: পর পর জঙ্গি কার্যকলাপে ফের অশান্ত হয়ে উঠছে কাশ্মীর৷ পুলওয়ামার ঘটনার রেশ কাটতে না কাটতে আবারও জঙ্গি হামলা৷ সোমবার শ্রীনগরের অদূরে আচমকা সেনাবাহিনীর উপর হামলা করে সন্ত্রাসবাদীরা৷ এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয় তীব্র গুলির লড়াই৷ আহত হয়েছেন বেশ কয়েকজন জওয়ান৷
আরও পড়ুন: জম্মুর বিমানবন্দরের পর কালুচক সেনাঘাঁটির আকাশে ড্রোন
সংবাদ সংস্থা জানিয়েছে, শ্রীনগরের অদূরে মালোরা এলাকায় সেনা-জঙ্গি সংঘর্ষ বাধে৷ জঙ্গিদের গুলিতে জখম জওয়ানদের নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে৷ শুরু হয়েছে চিকিৎসা৷ জঙ্গিদের কোণঠাসা করতে গোটা এলাকা ঘিরে রেখেছে যৌথবাহিনী৷
গত কয়েকদিন ধরে একের পর এক ঘটনায় সংবাদ শিরোনামে কাশ্মীর৷ গত রবিবার রাতে কাশ্মীরের পুলওয়ামা জেলার অবন্তিপোরায় এক স্পেশাল পুলিশ অফিসারের বাড়িতে ঢুকে হত্যালীলা চালায় জঙ্গিরা৷ এলোপাথাড়ি গুলিতে প্রাণ হারান ওই পুলিশ অফিসার, তাঁর স্ত্রী ও মেয়ে৷ মৃত অফিসারের নাম ফৈয়জ আহমেদ৷ জঙ্গিদের গুলিতে ঘটনাস্থলেই মারা যান তিনি৷ হাসপাতালে মৃত্যু হয় স্ত্রী ও মেয়ের৷
এর আগের দিন শনিবার মধ্যরাতে জম্মুতে বায়ুসেনার ঘাঁটিতে ড্রোনের মাধ্যমে হামলা চালানো হয়৷ রবিবার ফের আরও দুটো ড্রোনকে কালুচক সেনা ঘাঁটির কাছে আকাশে চক্কর কাটতে দেখা যায়৷ যদিও পাল্টা গুলির সামনে পড়ে পালিয়ে যায় ড্রোন দুটি৷