নয়াদিল্লি: বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat Express) কামরায় ফাটল (Cracks)। ট্রেনে বসেই রেলে অভিযোগ যাত্রীর (Passenger)। মহারাষ্ট্রের সোলাপুর-সিএসএমটি (CSMT) বন্দে ভারত এক্সপ্রেস বর্তমানে ওই এলাকার যাত্রীদের কাছে যাতায়াতের অন্যতম পছন্দের মাধ্যম হয়ে উঠেছে। ফলে সেই ট্রেনের কামরায় ফাটল দেখা যাওয়ায় স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন এই রুটের যাত্রীরা। নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে সরব হয়েছেন যাত্রীরা।
জানা গিয়েছে, বুধবার সকাল ৬টা নাগাদ মহারাষ্ট্রের সোলাপুর স্টেশন থেকে ছেড়েছিল এই সেমি হাইস্পিড ট্রেনটি। ট্রেনটি পুনে পৌঁছয় সকাল ৯টা বেজে ১৫ মিনিট নাগাদ। পুনে স্টেশন থেকেই ট্রেনে ওঠেন অভিষেক মিশ্র নামে ওই যাত্রী। আচমকাই তিনি সি১১ কোচে একটি ফাটল লক্ষ্য করেন। দেরি না করে তিনি সঙ্গে সঙ্গে বিষয়টি রেলওয়ে কর্তৃপক্ষকে জানান। ট্রেনে বসেই একটি টুইট করেন অভিষেক মিশ্র। রেল মন্ত্রককে ট্যাগ করেন সেই টুইটে। দ্রুত বিষয়টি খতিয়ে দেখে পদক্ষেপ গ্রহণ করার আর্জি জানান উদ্বিগ্ন ওই যাত্রী। কিন্তু, দীর্ঘক্ষণ টুইটের কোনও জবাব পাননি তিনি।
আরও পড়ুন:Netherlands | Mobile Phones | ক্লাসরুমে নিষিদ্ধ মোবাইল, বড় ঘোষণা ডাচ সরকারের
উল্লেখ্য, কখনও পাথর হামলা তো কখনও আবার গোরুকে ধাক্কা, কখনও আবার খাবার নিয়ে অভিযোগ, একের পর এক কারণে খবরের শিরোনামে থাকে বন্দে ভারত এক্সপ্রেস। এদিন ফের একবার হামলার মুখে পড়ে বন্দে ভারত এক্সপ্রেস। বুধবার সকালে কর্নাটকের বিরুর (Birur) স্টেশনের কাছে বন্দে ভারত এক্সপ্রেস লক্ষ্য করে পাথর ছোড়া হয়। জুন মাসের শেষ সপ্তাহেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেঙ্গালুরু-হুবলি-ধারওয়াদ রুটের বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করেন। এটি কর্নাটকের দ্বিতীয় বন্দে ভারত এক্সপ্রেস। জানা গিয়েছে, কাদুর স্টেশন পার করে যখন ট্রেনটি বিরুর স্টেশনে ঢুকছিল, সেই সময় কিছু দুষ্কৃতী ট্রেনের উপরে হামলা করে। ট্রেন লক্ষ্য করে ঢিল ছোড়া হয়। ট্রেনের একাধিক কোচের কাচ ভেঙে গিয়েছে বলে জানা গিয়েছে। তবে কোনও যাত্রী আহত হননি। হামলার খবর পেয়েই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে আরপিএফ।