কলকাতা টিভি ডিজিটাল ডেস্ক: কেন্দ্রের বিজেপি সরকারের ‘জাতীয় নগদ সম্পত্তি পাপলাইন’ বা ‘ন্যাশনাল অ্যাসেট মনিটাইজেশন পাইপলাইন’ প্রকল্পের সরাসরি বিরোধিতায় নামল সিপিএম। সিমিএমের ২৬তম পার্টি কংগ্রেসে এ নিয়ে সর্বসম্মত প্রস্তাব পাস হয়ে গিয়েছে। সিপিএমের দাবি, ৬ লক্ষ কোটি টাকার নগদ সম্পত্তি তৈরির নামে আসলে দেশের এক বিপুল পরিমাণ সম্পদ, কর্পোরেট, বৃহৎ পুঁজির ব্যবসায়িক সংস্থা এবং বিদেশি সংস্থার হাতে বিক্রি করে দেওয়ার পরিকল্পনা করেছে কেন্দ্রের বিজেপি সরকার। তাই কেন্দ্রের দেশবিরোধী এবং জনবিরোধী এই নীতির বিরুদ্ধে বিপুল জনমত গড়ে তোলার ডাক দিয়েছে সিপিএম।
কেরলের কান্নুরে বসে সিপিএমের ছাব্বিশ-তম পার্টি কংগ্রেস। সেখানে দলের বক্তব্য, যে কোনও উপায়ে, যে কোনও মূল্যে বেসরকারিকরণের দিকে যাওয়াটাই কেন্দ্র সরকারের একমাত্র লক্ষ্য। সিপিএম এক বিবৃতিতে জানিয়েছে, সরকার নিয়ন্ত্রণ করে এমন বিপুল পরিমাণ পরিকাঠামোগত সম্পদ আগামী ৩০-৩৫ বছরের জন্য কর্পোরেটের হাতে তুলে দেওয়া হবে বলেই কেন্দ্রের ‘ন্যাশনাল মনিটাইজেশন পাইপলাইন’। একবার প্রকল্প বাস্তবায়িত হয়ে গেলেই এর একচেটিয়া নিয়ন্ত্রণ
থাকবে কর্পোরেটের হাতে। এর সরাসরি প্রভাব গিয়ে পড়বে দেশের অর্থনীতির উপর। কর্মহীনতা এবং বেকারিত্ব নিয়ে চরম পরিস্থিতি তৈরি হবে।
কোন কোন পরিকাঠামোগত সম্পদ থেকে নগদ সম্পদ তৈরির পরিকল্পনা করা হয়েছে? এর একটা তালিকাও প্রস্তুত করেছে সিপিএম। ৪০০ রেল স্টেশন, ৯০ যাত্রীবাহী ট্রেন, ১৪০০ কিলোমিটার রেললাইন, ৭৪১ কিলোমিটার কোঙ্কন রেলপথ, ১৫ রেল স্টেডিয়াম এবং রেল কলোনি, ২৬৫ রেলের পণ্য মজুতের শেড, ৪ পাহাড়ি রেলপথ, এ সব সরকারি পরিকাঠামো মাত্র দেড় লক্ষ কোটি টাকায় বিক্রির পরিকল্পনা করেছে কেন্দ্র। বিবৃতিতে দাবি করেছে সিপিএম। এ ছাড়াও বিক্রির তালিকায় রয়েছে ২৫ বিমানবন্দর, ১৬০ কয়লাখনি, পেট্টলিয়ম পাইপলাইন এ রকম একাধিক সরকারি পরিকাঠামো।
আরও পড়ুন Omicron’s sub variant XE Detects : গুজরাতে ওমিক্রনের উপ-প্রজাতি এক্সই’র প্রথম সংক্রমণ
সার্বিকভাবে এই নীতির বিরোধিতা করার ডাক দেওয়া হয়েছে কান্নুরে সিপিএমের পার্টি কংগ্রেস থেকে। জনমত ও প্রতিরোধ গড়ে তোলার কথা বলা হয়েছে। জাতীয় সম্পদকে লুটে নেওয়ার এই প্রকল্পকে দেশবিরোধী এবং জনবিরোধী বলে চিহ্নিত করেছে সিপিএম।