আগরতলা: পুড়িয়ে দেওয়া হয়েছে প্রাক্তন শাসক সিপিএম(CPIM)-এর দলীয় কার্যালয়। যা নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করল কর্মীরা। সেই সঙ্গে দাবি উঠল অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতার করার। লাল ঝান্ডা হাতে সিপিএম কর্মীদের বিক্ষোভ ঘিরে বৃহস্পতিবারেও উত্তপ্ত হয়ে উঠল ত্রিপুরা(Tripura)।
চলতি সপ্তাহের বুধবারে আগুল লাগিয়ে দেওয়া হয় ত্রিপুরার সিপিএম রাজ্য দফতরে। দশরথ ভবন, ভানু ভবন সিপিএমের একাধিক পার্টি অফিসে আগুন ধরিয়ে দেওয়া হয়। রাতের দিকে আগরতলায় সিপিএম-এর শ্রমিক সংগঠন CITU নেতার বাড়িতে হামলা চালানো হয়। সেই সঙে CITU-র দলীয় কার্যালয়েও হামলার অভিযোগ উঠেছে।
এই ঘটনায় ত্রিপুরার বর্তমান শাসক বিজেপিকে কাঠগড়ায় তুলেছে বামেরা। পদ্ম শিবিরের নেতাকর্মীরা ওই ঘটনায় জড়িত দাবি করে ভিডিও প্রকাশ করেছে বামেরা। এই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার বিক্ষোভ আগরতলা শহরে বিক্ষোভ মিছিল করে সিপিএম। রাজ্য পুলিশের সদর দফতরের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে সিপিএম-এর নেতাকর্মীরা।
আরও পড়ুন- নিম্নচাপের প্রভাব কাটতেই ভ্যাপসা গরম রাজ্যে, সপ্তাহ শেষে আবার বৃষ্টির সম্ভবনা
এদিনের বিক্ষোভে হাজির হওয়া কর্মীদের দাবি, পুলিশের সামনে ত্রিপুরার কৃষ্ণনগরে অবস্থিত সিপিএম পার্টি অফিসে ভাঙচুর চালানো হয়েছে। সম্পূর্ণ গুঁড়িয়ে দেওয়া হয়েছে ওই রাজনৈতিক কার্যালয়। অবিলম্বে ওই ঘটনায় জড়িতদের গ্রেফতার করতে হবে। এই দাবিতে জয়নগরে ত্রিপুরা রাজ্য পুলিশের সদর দফতরের সামনে লাল ঝান্ডা হাতে নিয়ে বিক্ষোভ দেখানো হয়।
আরও পড়ুন- তালিবান মহিলা ক্রিকেট নিষিদ্ধ করলে আফগানিস্তানের সঙ্গে টেস্ট বাতিল করবে অস্ট্রেলিয়া
বামেদের মতো একই উপায়ে বিজেপিকে কাঠগড়ায় তুলেছে তৃণমূল। বিজেপির এক কর্মীকে চিহ্নিত করে ভিডিও প্রকাশ করা হয়েছে ঘাস ফুল শিবিরের পক্ষ থেকে। যদিও বাম-তৃণমূলের অভিযোগের পরিপ্রেক্ষিতে কোন প্রতিক্রিয়া দেয়নি বিজেপি। তবে সমগ্র ঘটনার পরিপ্রেক্ষিতে বিজেপি নেতা নবেন্দু ভট্টাচার্য বলেন, “প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান বিরোধী দলনেতা মানিক সরকার উপস্থিত থেকে সন্ত্রাসের প্ররোচনা দিয়েছেন। সারা রাজ্য জুড়ে এর বিরুদ্ধে প্রতিবাদ জানানো হবে।”