নয়াদিল্লি: দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে কোভিড সংক্রমণ (Covid-19)৷ দৈনিক সংক্রমণ ইতিমধ্যেই দেড় লক্ষ ছাড়িয়েছে। একই সঙ্গে চোখ রাঙাচ্ছে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন। এই পরিস্থিতিতে কোভিড চিত্র পর্যালোচনার ভার্চুয়াল বৈঠকে বসলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য (Mansukh Mandaviya)। গুজরাত, রাজস্থান, মধ্যপ্রদেশ, গোয়া, দাদরা এবং নগর হাভেলি, দমন ও দিউ এবং মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী, আধিকারিকদের সঙ্গে বৈঠক করে তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, মহামারীর এই ঊর্ধ্বগতির সঙ্গে লড়াই করার সময় আমাদের প্রস্তুতিতে কোনও ত্রুটি কাম্য নয়। কেন্দ্র এবং রাজ্যগুলির মধ্যে সমন্বয় সবচেয়ে গুরুত্বপূর্ণ। কেন্দ্রীয় মন্ত্রী রাজ্যগুলিকে টিকাকরণের গতি বাড়ানোর পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, বিশ্বের কোভিড চিত্র পর্যালোচনা করে দেখা গিয়েছে করোনার ভ্যাকসিন নেওয়া থাকলে কোভিড রিপোর্ট পজিটিভ এলেও সংক্রমণের মাত্রা কম থাকে। হাসপাতালে ভর্তিও সম্ভাবনাও প্রায় থাকে না।
দেশে আজ, সোমবারই বুস্টার ডোজ দেওয়া শুরু হয়েছে। রাজ্যগুলিকে বুস্টার ডোজ এবং ১৫ থেকে ১৮ বছর বয়সিদের টিকাকরণে গতি বাড়ানোর নির্দেশ দিয়েছেন মনসুখ। তিনি বলেন, ‘টেস্ট-ট্র্যাক-ট্রিট-ভ্যাকসিনেট এবং স্বাস্থ্যবিধি মেনে চলা’ কোভিড ব্যবস্থাপনার মূল ভিত্তি। স্থানীয় স্তরে নজরদারি বাড়ানো ছাড়াও রাজ্যগুলিকে ICMR, NCDC, বিমানবন্দর জনস্বাস্থ্য অফিসার (APHOs) সঙ্গে নিয়মিত বৈঠক করতে বলেছেন।
আরও পড়ুন: ওমিক্রন মোকাবিলায় রাজ্যগুলিকে সতর্ক করে চিঠি দিলেন স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ
आज देश के पश्चिम राज्यों एवं केंद्र शासित प्रदेशों के स्वास्थ्य मंत्रीयों के साथ कोरोना की तैयारियों को लेकर बैठक की।
हमें एक साथ मिलकर holistic approach के साथ काम करना है और यह सुनिश्चित करना है कि हमारी तैयारी में कोई कमी ना रहे। https://t.co/rFP3EkmWMA pic.twitter.com/vPaHFYdHuz
— Dr Mansukh Mandaviya (@mansukhmandviya) January 10, 2022
কেন্দ্রীয় মন্ত্রী eSanjeevani-এর মতো প্ল্যাটফর্মের মাধ্যমে টেলি-কনসালটেশনের গুরুত্ব তুলে ধরেন। তিনি রাজ্যগুলিকে প্রতি জেলায় টেলি-কনসালটেশন হাব স্থাপনের পরামর্শ দিয়েছেন। শ্রী রাজেশ ভূষণ (কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব), ডাঃ মনোহর অগ্নানি, (অতিরিক্ত সচিব, স্বাস্থ্যমন্ত্রক), আরতি আহুজা (অতিরিক্ত সচিব, স্বাস্থ্যমন্ত্রক), লব আগরওয়াল, (যুগ্মসচিব স্বাস্থ্যমন্ত্রক), ডাঃ সুজিত কুমার সিং (ডিরেক্টর, এনসিডিসি), ডাঃ রণদীপ গুলেরিয়া (ডিরেক্টর, AIIMS নিউ দিল্লি) এবং ICMR-এর ঊর্ধ্বতন কর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।
দেশের কোভিড চিত্র পর্যালোচনার রবিবার ভার্চুয়াল বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী বলেন, জেলাস্তরে স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়নের দিকে জোর দিতে হবে। রাজ্যের সঙ্গে সমন্বয় রক্ষার কাজ করতে হবে আধিকারিকদের। শিশুদের ভ্যাকসিনের গতি বাড়ানোর নির্দেশও দেন মোদি। পিএমও সূত্রে খবর, উচ্চ সংক্রামক এলাকাগুলিতে নজরদারি বাড়ানোর পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে যে সমস্ত রাজ্যে সংক্রমণের হার বেশি তাদের প্রয়োজনীয় প্রযুক্তিগত সাহায্যেরও নির্দেশ দিয়েছেন।
আরও পড়ুন: Omicron: শিশুদের জন্য ডেল্টার থেকেও ‘মারণ ক্ষমতা’ বেশি ওমিক্রনের, সতর্ক করলেন বিশেষজ্ঞরা