নয়াদিল্লি: ভয়াবহ দূষণে (Pollution) মুখ ঢেকেছে রাজধানীর আকাশ। বাতাসে বিষাক্ত ধূলিকণা নিঃশ্বাসের সঙ্গে শরীরে গিয়ে মিশছে। ফলে শ্বাসকষ্ট থেকে চোখ জ্বালাতে ভুগছে দিল্লিবাসী (Delhi)। মানুষ প্রাতঃভ্রমণ করা বন্ধ করে দিচ্ছে। এই অবস্থায় প্রাথমিক স্কুলগুলিতে ফের অনলাইন পঠন পাঠন শুরু করার সিদ্ধান্ত নিল দিল্লির সরকার। আগামীকাল অর্থাৎ শুক্রবার এই কর্মসূচি চালু হবে।
দিল্লির মুখ্যমন্ত্রী অতিশী (Delhi Chief Minister Atishi) এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, প্রাথমিক বিদ্যালয়ে অনলাইনে পড়াশোনা চলবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নির্দেশিকা বলবৎ থাকবে’।
আরও পড়ুন:নরওয়ে সফর বাতিল করলেন অভিষেক
শুক্রবার সকাল ৮টা থেকে কার্যকর হওয়া দূষণ প্রশমনের মাত্রা GRAP-3-এ যাওয়ার কয়েক ঘণ্টা পরেই এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। অতি জরুরি নয় এমন নির্মাণ কাজ, বাড়ি ভাঙার কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
GRAP-3 পুরনো মডেলের পেট্রোলচালিত যান BS-III এবং BS-IV ক্যাটাগরির ডিজেল যান দিল্লির রাস্তায় ঘোরাঘুরিতে নিষেধাজ্ঞা জারি হয়েছে।
দিল্লির এনসিআর সহ যেমন গুরুগ্রাম, গাজিয়াবাদ, ফরিদাবাদ, গৌতম বুদ্ধ নগরকে সেই তালিকায় রাখা হয়েছে।
দিল্লির এই মাত্রাতিরিক্ত দূষণে খুব প্রয়োজন ছাড়া চিকিৎসকেরা বাড়ির বাইরে যেতে নিষেধ করছেন । দূষণ শারীরিক ও মানসিক দুই ক্ষতিগ্রস্ত করছে।
গুরুগ্রামের পারস হেলথের রেসপিরেটরি মেডিসিনের সিনিয়র কনসালট্যান্ট ডাঃ অরুণেশ কুমার বলেছেন, উৎসব আবহ থেকে বেরিয়ে এসে মানুষকে যতটা সম্ভব নিজেদের নিয়ন্ত্রণ করতে হবে। বাইরে বের হলে এন-৯৫ মাস্ক ব্যবহার করুন। ব্যবহার করতে পারেন HEPA এয়ার পিউরি ফায়ার।
দেখুন অন্য খবর:
The post দিল্লি দূষণে ফিরে এল করোনাকাল! আগামীকাল থেকে প্রাথমিকে শুরু অনলাইন ক্লাস first appeared on KolkataTV.
The post দিল্লি দূষণে ফিরে এল করোনাকাল! আগামীকাল থেকে প্রাথমিকে শুরু অনলাইন ক্লাস appeared first on KolkataTV.