মুম্বই: গুগল সিইও সুন্দর পিচাইকে (Sundar Pichai) আদালত অবমাননার নোটিস দিল মুম্বই আদালত (Mumbai Court)। আপত্তিকর ভিডিও ইউটিউব থেকে সরাতে আদালতের নির্দেশ অমান্যের অভিযোগে পিচাইকে এই নোটিস পাঠিয়েছে আদালত।
স্বেচ্ছাসেবী সংগঠন ধ্যান ফাউন্ডেশন এবং তার প্রতিষ্ঠাতা যোগী অশ্বিনী সম্পর্কে মানহানিকর ভিডিও ইউটিউব থেকে সরানোর নির্দেশ অমান্যের অভিযোগ রয়েছে গুগলের চিফ এক্সিকিউটিভ অফিসার সুন্দর পিচাই-এর বিরুদ্ধে।
বালার্ড পিয়ের-এর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মার্চ মাসে ‘পাখন্ডি বাবা কি কার্তুত’ শিরোনামের ভিডিও ইউটিউব থেকে সরানোর নির্দেশ দেন।
আরও পড়ুন: অনূর্ধ্ব ১৬ মানেই সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট নয়, সিদ্ধান্ত অস্ট্রেলিয়ার
ভারতের তথ্য প্রযুক্তি আইন অনুযায়ী ইউটিউব-এর মত মধ্যস্থতাকারীর ক্ষেত্রে রক্ষাকবচ আছে।
দ্বিতীয়ত, ওই আইনের ৬৯-ক ধারা অনুযায়ী এমন মানহানির অভিযোগ করা যায় না। উল্লেখ্য, ওই ধারা অনুযায়ী কোনও ভিডিও ব্লক করা যায়। তৃতীয়ত, এমন অভিযোগ ফৌজদারি আদালতে নয়, করা যায় দেওয়ানি আদালতে। পাল্টা দাবি google তথা youtube এর।
তথ্যপ্রযুক্তি আইন অনুযায়ী ফৌজদারি আদালতের এমন মামলা গ্রহণ করায় কোনও বাধা নেই। দ্বিতীয়ত, ওই ভিডিওর বিষয়বস্তু নিঃসন্দেহে মানহানিকর। যা সম্প্রচারিত হতে থাকলে শান্তি বিঘ্নিত হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে।
এ দেশের যেকোনও সংগঠনের অনুগামীদের কাছে এমন বিষয় অত্যন্ত সংবেদনশীল। এমন ভিডিও সম্প্রচারে নিয়ন্ত্রণ না থাকলে রাষ্ট্রের আইন শৃঙ্খলার ক্ষতি হতে পারে, অভিমত আদালতের।
The post সুন্দর পিচাইকে আদালত অবমাননার নোটিস মুম্বই আদালতের first appeared on KolkataTV.
The post সুন্দর পিচাইকে আদালত অবমাননার নোটিস মুম্বই আদালতের appeared first on KolkataTV.