বেঙ্গালুরু: গণধর্ষণ মামলা প্রসঙ্গে বলতে গিয়ে বিতর্কিত মন্তব্য করে বসলেন বিজেপি বিধায়ক। তার বিতর্কিত মন্তব্য ঘিরে কর্নাটকের রাজনীতি তোলপাড় শুরু হয়েছে। বৃহস্পতিবার কর্নাটকের স্বরাষ্ট্রমন্ত্রী আরাগা জ্ঞানেন্দ্র বলেন, ‘কংগ্রেস আমাকে ধর্ষণ করার চেষ্টা করছে। এবং গোটা ধর্ষণের ঘটনা নিয়ে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করছে কংগ্রেস।’ মঙ্গলবার গভীর রাতে মাইসুরুর চামুণ্ডি পাহাড়ের কাছে এক কলেজ ছাত্রীকে গণধর্ষণ করা হয় এবং বুধবার ঘটনাটি প্রকাশ্যে আসে। সে প্রসঙ্গেই বৃহস্পতির এই বিতর্কিত মন্তব্য করেন মন্ত্রী। তিনি আরও বলেন, গণধর্ষণের শিকার মহিলা ও তার পুরুষ বন্ধুকে নির্জন স্থানে যাওয়া উচিত হয়নি।’ পাল্টা কংগ্রেসের তরফে বলা হয়েছে, বিজেপি মন্ত্রী ও তার সরকার সাধারণ মানুষের নিরাপত্তা রক্ষা করতে ব্যর্থ।
গণধর্ষণের বিষয়ে এক প্রশ্নের জবাবে বৃহস্পতিবার মন্ত্রী বলেন,”প্রায় রাত সাড়ে সাতটায় (মঙ্গলবার) তাঁরা (নির্যাতিতা ও তাঁর পুরুষ বন্ধু) ওই নির্জন যায়গায় গিয়েছিল। সেখানে যাওয়া উচিত ছিল না। কিন্তু আমরা কাউকে যেতে বাধা দিতে পারি না। তাঁরা চলে গেছে। এটি একটি নির্জন জায়গা এবং সেখানে কেউ থাকবে না বলে সাধারণত কেউ সেখানে যায় না।”
সাংবাদিকদের মন্ত্রী আরও বলেন, সাধারণত মাইসুরুর ওই সমস্ত অঞ্চলে পর্যাপ্ত পুলিশি টহল না থাকা উদ্বেগের বিষয়। ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। যখন এই ধরনের ঘটনা ঘটে, তখন মানবিক দৃষ্টিকোণ থেকে দেখা উচিত। কিন্তু, অপরাধীদের সনাক্ত করার জন্য চাপ প্রয়োগ করার পরিবর্তে রাজনৈতিক মাইলেজ পাওয়ার চেষ্টা চলছে। মানুষ এটা দেখবে। আমি এ বিষয়ে বেশি কিছু বলব না। পুলিশকে কী করতে হবে সে বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি না হয় এবং আমরা এতে আছি,। ”
আরও পড়ুন- BREAKING: কাবুল বিমানবন্দরের বাইরে আত্মঘাতী বিস্ফোরণ, বহু মৃত্যুর আশঙ্কা
মন্ত্রীর বক্তব্যের পাল্টা আক্রমণ করেন বিরোধী কংগ্রেস নেতারা। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন। রাজ্যের কংগ্রেস প্রেসিডেন্ট ডিকে শিবকুমার পুলিশের কাছে আবেদন করছি আমার দলের সদস্যদের গ্রেফতার করা হোক। মন্ত্রীকে ধর্ষণের ঘটনায় দলের যে সদস্য কিংবা নির্বাচিত প্রতিনিধি সিদ্দারামাইয়া হলেও গ্রেফতার করা হোক।
কংগ্রেস নেতারা আরও দাবি, বিজেপি মন্ত্রী বলছেন কংগ্রেস তাকে ধর্ষণ করছে। কিন্তু ব্যাপারটা সেরকম নয় আদতে ধর্ষণ শব্দটাকে উনি হালকা ভাবে নিচ্ছেন। শুধু একটা শব্দবন্ধ হিসেবে তিনি বিষয়টা মনে করছেন। তাঁর এই বিবৃতিতেই বিজেপি নেতাদের প্রতিক্রিয়া চাই। স্বরাষ্ট্রমন্ত্রী যখন বলছেন যে কংগ্রেস তাকে ধর্ষণ করছে, তখন রাজ্যের প্রশাসন কী করছে?
আরও পড়ুন-৩১ অগস্টেই আফগানিস্তানের উদ্ধার অভিযান শেষ করবে যুক্তরাষ্ট্র
মঙ্গলবার গভীর রাতে মাইসুরুর চামুণ্ডি পাহাড়ের কাছে এক কলেজ ছাত্রীকে গণধর্ষণ করা হয়। বুধবার ঘটনাটি প্রকাশ্যে আসে। তার পর থেকেই তোলপাড় শুরু হয়। সূত্রের খবর কলেজছাত্রীকে ধর্ষণের পাশাপাশি দুষ্কৃতীরা তার পুরুষ বন্ধুর ওপর হামলা চালায়। বর্তমানে তারা দুজনেই নিকটবর্তী বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় কর্নাটকের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ঘটনাটাটি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। এবং এই ঘটনায় জড়িত সকল দোষীদের গ্রেপ্তার করা হবে।