ওয়েব ডেস্ক: ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor) প্রসঙ্গে কেন্দ্রের প্রশংসা করেই বিপাকে কংগ্রেস নেতা শশী থারুর (Shashi Tharoor)। নিউ ইয়র্কে দেওয়া তাঁর বক্তব্যকে ঘিরে দলের অন্দরে রীতিমতো ঝড় উঠেছে। কংগ্রেসের (Congress) অভিযোগ, থারুর এখন বিজেপি নেতাদের ছাপিয়ে গিয়ে নরেন্দ্র মোদির (Narendra Modi) ‘চামচাগিরি’ করছেন। শশীর মন্তব্যকে খোঁচা দিয়ে এবার তাঁকে পাল্টা তোপ দাগলেন আরেক কংগ্রেস নেতা উদিত রাজ (Udit Raj)।
এই মুহূর্তে পানামা সিটিতে রয়েছেন শশী থারুর। সেখানেই তিনি বলেন, “চার দশক ধরে একের পর এক সন্ত্রাসবাদী হামলা সহ্য করেছে ভারত।” এরপর সরাসরি ভারতের সামরিক পদক্ষেপের কথা তুলে তিনি তিনি বলেন, “উরি হামলার পর ভারত প্রথমবার সীমান্ত পেরিয়ে সার্জিক্যাল স্ট্রাইক চালায়। এরপর পুলওয়ামা হামলার প্রতিক্রিয়ায় বালাকোটে জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দেওয়া হয়। আর এবার ‘অপারেশন সিঁদুর’-এর মাধ্যমে পাকিস্তানের অন্দরে ন’টি জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে।”
আরও পড়ুন: ‘অপারেশন সিঁদুর’-কে ‘অপারেশন ব্লু স্টার’ বলে অস্বস্তিতে কংগ্রেস নেত্রী
শশীর এই অবস্থান ও বক্তব্য ঘিরেই কংগ্রেসের অন্দরে শুরু হয়েছে প্রবল অসন্তোষ। কংগ্রেসের প্রাক্তন সাংসদ উদয় রাজ কটাক্ষ করে বলেন, “থারুর এখন বিজেপির মুখপাত্র হয়ে উঠেছেন। আগের সরকার কী করেছিল, তা তিনি জানেন না। এখনকার সরকার শুধু সেনার কৃতিত্ব নিজের নামে দাবি করে।”
My dear @ShashiTharoor
Alas ! I could prevail upon PM Modi to declare you as super spokesperson of BJP , even declaring as foreign minister before landing in India . How could you denigrate the golden history of Congress by saying that before PM Modi , India never crossed LOC… https://t.co/c88b8rX2bq— Dr. Udit Raj (@Dr_Uditraj) May 28, 2025
কংগ্রেসের দাবি, ইউপিএ আমলে ছয়বার সার্জিক্যাল স্ট্রাইক চালানো হয়েছিল, তবে সেই তথ্যকে গোপন রাখা হয়েছিল দেশের নিরাপত্তার কথা ভেবেই। কিন্তু বিজেপি ভোটের জন্য সেনার কৃতিত্বকে হাতিয়ার করেছে। তারুরের সাম্প্রতিক বক্তব্য সেই দলীয় অবস্থানের সম্পূর্ণ বিরোধিতা করে বলেই অভিযোগ। এবার দেখার, কংগ্রেস বনাম শশীর এই টানাপোড়েন কোথায় গিয়ে থামে।
দেখুন আরও খবর: