নয়াদিল্লি: পেহেলগাম হামলার প্রতিবাদে ভারত ‘ মিশন সিঁদুর ‘ । আর তাতেই, পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের ৯ টি জঙ্গি ঘাঁটিতে হামলা চালিয়ে একেবারে ধুলিস্যাৎ করে দেওয়া হয়। আর এই আবহে বৃহস্পতিবার রাতে পর পর বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে কাশ্মীরে। কাশ্মীরের (Kashmir) বিভিন্ন জায়গায় বাজছে সাইরেন। মূলত আখনুর, সাম্বারের মত জায়গায়।
আরও পড়ুন: জম্মুতে হাই অ্যালার্ট, বিস্ফোরণের শব্দ, কী অবস্থা দেখুন
জানা যাচ্ছে, আন্তর্জাতিক সীমান্ত বরাবর একাধিক রকেট উড়ে আসতে দেখা যাচ্ছে জম্মুর আকাশে। গোটা এলাকা ‘ ব্ল্যাকআউট ‘। গোটা এলাকার আলো বন্ধ (Jammu Blackout)। তবে জানা যাচ্ছে, ভারতের আকাশে পাকিস্তানদের প্রতিহত করতে সক্ষম হয়েছে ভারতীয় সেনা।
দেখুন ভিডিও