নয়াদিল্লি: এক ধাক্কায় অনেকটাই বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম (Commercial Gas Price)। ১ নভেম্বর, বুধবার থেকে বাণিজ্যিক গ্যাস কিনতে ১০০ টাকারও বেশি টাকা দিতে হবে। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, তেল সংস্থাগুলি দাম বৃদ্ধির কারণে এই দাম বেড়েছে। ১৯ কেজির এই বাণিজ্যিক গ্যাস ব্যবহার করা হয় ছোট-বড় রেস্তরাঁ থেকে শুরু করে এলপিজি চালিত গাড়িতেও। ফলে দাম বৃদ্ধি এই সমস্ত ক্ষেত্রেই প্রভাব ফেলতে পারে বলে মনে করছে ব্যবসায়ী মহল।
দেশের সমস্ত মেট্রো শহরে বুধবার থেকে নতুন দামে বিক্রি হবে বাণিজ্যিক এলপিজি গ্যাসের সিলিন্ডার (LPG Gas Cylinder)। দাম বাড়ার পর দিল্লিতে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাসের দাম ১৮৩৩ টাকায়। কলকাতায় ১৯৪৩ টাকা, মুম্বইয়ে ১৭৮৫ টাকা। এ ছাড়া বেঙ্গালুরুতে ১৯১৪.৫০ টাকা এবং চেন্নাইয়ে ১৯৯৯.৫০ টাকায় পাওয়া যাবে বাণিজ্যিক গ্যাস। এই নিয়ে গত দু’মাসের মধ্যে দ্বিতীয় বার বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম। গত অক্টোবরেও ২০৯ টাকা দাম বেড়েছিল।
অক্টোবরে ওই দাম বৃদ্ধির পর ১৯ কেজির এলপিজি গ্যাস সিলিন্ডার দিল্লিতে বিক্রি হচ্ছিল ১৭৩১.৫০ টাকায়, কলকাতায় ১৮৩৯.৫০ টাকা, মুম্বইয়ে ১৬৮৪ টাকা, বেঙ্গালুরুতে ১৮৩৯ টাকা এবং চেন্নাইয়ে ১৮৯৮ টাকায়। সেই দাম বৃদ্ধির এক মাসের মধ্যেই আবার দাম বাড়ল বাণিজ্যিক গ্যাসের।