জয়পুর: ছাত্রকে যৌন নিগ্রহের অভিযোগে অধ্যাপককে গ্রেফতার করল পুলিশ৷ অভিযুক্তকে মঙ্গলবার গ্রেফতার করা হয়েছে৷ ওড়িশা জয়পুর জেলার এক বেসরকারি কলেজে কর্মরত ছিলেন ধৃত৷
সূত্রের খবর, সোমবার রাতে নির্যাতিত পড়ুয়া থানায় লিখিত অভিযোগ করেন৷ সেই অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার নীরাঞ্জন পাণ্ডা নামে চিতালো মহাবিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের ওই অধ্যাপককে গ্রেফতার করা হয়৷ অভিযোগ পত্রে নির্যাতিত ছাত্র জানিয়েছেন, ওই অধ্যাপক তাঁর সঙ্গে রাত কাটাতে বাধ্য করেছেন৷ তা করবে নম্বর কেটে নেওয়ার হুমকি দেওয়া হয়েছিল বলে অভিযোগ৷ বরং, তাঁর সঙ্গে রাত কাটালে পরীক্ষায় সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছিল৷
আরও পড়ুন- চন্দনা বিরহে ‘কাতর’ কৃষ্ণ, দিনরাত মদ্যপান, ফের ভর্তি হাসপাতালে
অভিযোগ পত্রে আরও বলা হয়েছে, নির্যাতিত ছাত্রের সঙ্গে ওই অধ্যাপকের মোবাইলের কল রেকর্ডিং ও মেসেজের স্ক্রিনশট সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে৷ পুলিশ জানিয়েছে, ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে৷ একজনকে গ্রেফতার করা হয়েছে৷ গোটা ঘটনার তদন্ত চলছে৷